নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
জম্মু-কাশ্মীরে নিজের বাড়িতেই আক্রান্ত হয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন স্ত্রী-কন্যাসহ স্পেশাল পুলিশ অফিসার।
Jammu and Kashmir | Former special police officer (SPO) of Jammu and Kashmir Police and his wife who were killed at their home in Hariparigam village, Pulwama district being laid to rest pic.twitter.com/g9Q5o2rC2R
— ANI (@ANI) June 28, 2021
পুলিশ জানায় রবিবার রাতে অবন্তীপুরার হরিপরিগ্ৰাম এলাকায় অবস্থিত স্পেশাল পুলিশ অফিসার ফাইয়াজ আহমেদের বাড়িতে এক দল জঙ্গী ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হন আহমেদ, তাঁর স্ত্রী ও কন্যা। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাইয়াজ ও তার স্ত্রী রাজা বানো। সোমবার সকালে কন্যা রাফিয়া জানও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘটনার তীব্র নিন্দা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584