উন্নাও ধর্ষনকাণ্ডে নিগৃহীতাকে পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযুক্তদের

0
31

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সারা দেশে প্রিয়াঙ্কা রেড্ডির নৃশংস ঘটনার আঁচ লঘু হতে না হতেই আর এক জঘন্যতম ভয়াবহ ঘটনা ঘটল। এক নিগৃহীতা তরুণীকে আদালতে যাওয়ার পথে তার গায়ে আগুন দিল অভিযুক্তরা।

উত্তরপ্রদেশের উন্নাওয়ের ২৩ বছরের তরুণী বৃহস্পতিবার আদালতে যাচ্ছিলেন তাঁর ধর্ষণ মামলার শুনানির জন্য। সেই সময়ই অভিযুক্তরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

suspect-set-fire-on-girl when going court | newsfront.co
গায়ে আগুন লাগানো হয়েছিল এই চত্বরেই। সংবাদ চিত্র

বৃহস্পতিবারের ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘‘আমরা ওঁকে দেখলাম চিৎকার করতে করতে সাহায্যের জন্য এগিয়ে আসতে। তাঁর সারা গায়ে আগুন জ্বলছিল।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁকে ধর্ষণের। ওই অবস্থাতেই সাহায্যের জন্য প্রায় এক কিলোমিটার পথ দৌড়তে হয়েছিল নির্যাতিতাকে। শেষ পর্যন্ত এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ অভিযুক্তদের মৃত্যুতে উচ্ছ্বসিত বোন, তেলঙ্গানা পুলিশকে ধন্যবাদজ্ঞাপন পিতার

এ দিন আদালতে যাওয়ার পথে গ্রামের বাইরে আসতেই তাঁকে ঘিরে ধরে অভিযুক্তরা এবং তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁকে ওই অবস্থায় দেখে ১১২ হেল্পলাইনে ফোন করেন সাহায্যকারী ব্যক্তি। এরপর ফোনটি স্পিকারে দিয়ে পুলিশের সঙ্গে ওই তরুণীর কথা বলার সুযোগ করে দেন তিনি।

সূত্রের খবর, তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশপথে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। তারপর গ্রিন করিডর তৈরি করে বিমানবন্দর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁর দায়ের করা এফআইআরে ওই তরুণী জানিয়েছিলেন, ২০১৮ সালে এক তরুণের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। পরে সেই তরুণ তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। পরে সে তার এক বন্ধুর সাথে ওই তরুণীর উপর যৌন নিপীড়ণ চালায়। এই অভিযোগের জেরে এক অভিযুক্তকে জেলে পাঠানো হয়। গত ৩০ নভেম্বর সে জামিনে ছাড়া পায়।

আরও পড়ুনঃ পুলিশ এনকাউন্টারে মৃত্যু হায়দ্রাবাদ গণধর্ষণে অভিযুক্ত চারজনের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের কাছে এ বিষয়ে তদন্তের রিপোর্ট জানতে চেয়েছেন। তিনি নিগৃহীতার চিকিৎসার জন্য খরচের ব্যবস্থা করে দিয়েছেন। রাজ্য সরকারের তরফে পুলিশের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আর্জি জানানো হয়েছে।

এ দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে দাবি করেছেন যে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ক্রোধের সঞ্চার করে। বিজেপি নেতাদের এই মিথ্যে প্রোপাগন্ডা ছড়ানো বন্ধ করা উচিত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here