নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যে স্কুল কলেজ খোলার দাবিতে বৃহস্পতিবার একদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় এবিভিপি। অন্যদিকে একই দাবিতে বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিকেল পাঁচটার কিছুক্ষণ পরে বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল সহ আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং কর্মী-সমর্থকরা। কিন্তু বিকাশ ভবনে ঢোকার মুখেই তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। এরপর জোর করে তাঁরা বিকাশ ভবনে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয় শুভেন্দুর। শেষমেশ বিকাশ ভবনে ঢুকতে না পেরে বিকাশ ভবনের সামনে রাস্তায় অবস্থানে বসে পড়েন তাঁরা।
আরও পড়ুনঃ প্ল্যান বি -এর নিয়ম শিথিল করে মাস্ক ও কোভিড বিধি তুলে নিল ইংল্যান্ড
শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানান যে, তাঁরা শিক্ষা সচিবের কাছে স্কুল খোলার দিন ক্ষণ জানতে গিয়েছিলেন কিন্তু পুলিশের বাধায় ভেতরে যেতে পারেননি। তিনি বলেন মোবাইল না থাকায় ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারছে না। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল কী, তা ভুলতে বসেছে পড়ুয়ারা।
আরও পড়ুনঃ গণধর্ষিতাকে মাথা মুড়িয়ে মুখে কালি দিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর অভিযোগ একদল মহিলার বিরুদ্ধে
শুভেন্দু আরো জানান যে, আরও বলেন, যত দিন না স্কুল খুলছে, তত দিন তাদের একজন করে বিধায়ক বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন। তাদের দাবি শিক্ষাকে দলতন্ত্র পরিণত করেছে এই সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584