আগামীকাল নন্দীগ্রামে সভা মমতার, মুখ্যমন্ত্রীর খাসতালুকে হানা শুভেন্দুর

0
89

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

নন্দীগ্রামে যখন সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই মমতার খাসতালুক দক্ষিণ কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে মিছিল করবেন শুভেন্দু অধিকারী।রাজনৈতিক মহলের মতে আজকের বিজেপির এই মিছিল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

suvendu adhikari and mamata banerjee | newsfront.co
কোলাজ চিত্র

কারণ, তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতায় দিলীপ-শুভেন্দুর নেতৃত্বে পথে নামছে বিজেপি। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। টালিগঞ্জ মেট্রো থেকে রাসবিহারী মোড় পর্যন্ত এই পদযাত্রা হবে।

পদযাত্রায় অংশ নেবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদাররা।প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক সভায় তৃণমূল তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে চলেছেন শুভেন্দু অধিকারী। যার ব্যতিক্রম হয়নি শনিবারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার সভাতেও।

আরও পড়ুনঃ ভ্যাকসিন ইস্যুতে মমতাকে খোঁচা দিলীপের

চন্দ্রকোণার সভা থেকে শুভেন্দু তোপ দাগেন, “ভারতের সবচেয়ে সুবিধাবাদী দল তৃণমূল। আর সুবিধাবাদী নেত্রী তাদের দলনেত্রী। স্বাস্থ্যসাথী, পথশ্রী নামে ‘ঢপের চপ’ চলছে! ঢপবাজ, ফ্রড! ভোট আসবে, হাঁটব। কেউ রুখতে পারবে না।”অন্যদিকে রবিবার সকালে ধর্মতলা থেকে ফের রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ। শিক্ষা, চাকরি, নারী নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, একমাত্র বিজেপি সরকারই পারবে এই অপশাসন থেকে মুক্তি দিতে।

পাশাপাশি নিয়মের বাইরে গিয়ে করোনা ভ্যাকসিন নেওয়ায় এদিন তৃণমূল বিধায়কদেরও কটাক্ষ করেন তিনি।
রবিবার সকালে ধর্মতলার এস এন ব্যানার্জি রোড থেকে তৃণমূল সরকারকে তুলোধনা করেছেন দিলীপ ঘোষ। ‘সোনার বাংলা’ তৈরির শপথ নিয়ে বলেন, “এই বাংলা আমরা চাই না। যেখানে আইন নেই। যেখানে শাষন নেই। পুলিশের কোনও ভূমিকাই নেই। চাকরিও নেই। সুরক্ষিত নন মা-বোনেরা। তাই আমরা সোনার বাংলা গড়ব। যেখানে আইন থাকবে, চাকরি থাকবে। প্রত্যেকে সুরক্ষিত থাকবেন। পরিবর্তনের পরিবর্তন করতেই এই লড়াই আমাদের।”

এরপরই বহিরাগত কটাক্ষের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন মেদিনীপুরের সাংসদ। বলেন, “ওঁর কাছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্ভারতীয় সভাপতি সকলে বহিরাগত। কিন্তু বাড়ির পাঞ্জাবি বউ বহিরাগত নন।”টিকাকরণের প্রথম দিনই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্র। এবার পাল্টা আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। ‘লাইনে দাড়িয়ে পঞ্চায়েত প্রধান, বিধায়ক-রা ভ্যাকসিন নিলে স্বাস্থ্যকর্মীরা কীভাবে পাবেন’। রবিবার এই চৌরঙ্গির চা চক্র থেকে ভ্যাকসিন ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ অমর্ত্য সেনের জমি দখল প্রসঙ্গে অনড় বিশ্বভারতী

এদিন দিলীপ ঘোষ দাবি করেন, “সারা দেশে পরিবর্তন হয়েছে। এখানেও পরিবর্তন হবে। কেউ মুসলিমদের জন্য কিছু করেনি। ওদের ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে এতদিন। ওই পার্টিতে কেউ থাকতে চায় না। সবাই বিজেপিতে আসতে চায়। এ বছর শান্তিপূর্ণ ভোট হবে। কারও হিম্মত নেই ভোটারদের ওপর হাত তোলে। দিদিকে বাড়ি পাঠাব।” পরে তিনি আরো বলেন, “বাংলায় চাকরি নেই, আইন নেই, প্রয়োজনীয় চিকিৎসক নেই।খুন, ধর্ষণ, কাটমানিতে এগিয়ে বাংলা।

সোনার বাংলা একমাত্র বিজেপি দিতে পারে। আর কেউ পারবে না। পরিবর্তনের জন্য লড়াই করছি। আমাদের শয়ে শয়ে কর্মী খুন হয়েছে। এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বললে পুলিশ কেস দেয়।যার দিকে ধর্ম আছে সে জিতবে। লোকে বলছে, দিদির ভয়ে ঠান্ডাও আসছে না। দিদির অবস্থা খারাপ, দিদির ভাইরা বিজেপিতে চল আসছে।দিদি ফোন করে সবাই কে জিজ্ঞেস করছে, তুমি আছো তো, নাকি বিজেপি তে চলে গেছ। দিদি ভোট হতেই দিচ্ছে না কর্পোরেশন গুলোতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here