নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বজরং মোড়ে হনুমানজির মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। পুজোর পাশাপাশি সংকটমোচন পদযাত্রায় অংশগ্রহণ করেন হনুমানজির অগনিত ভক্তবৃন্দ। হলদিয়া দূর্গাচক থানা এলাকায় পাতিখালী মোড়ে বজরং মন্দিরে হনুমানজির পুজাের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে পুজো ও প্রার্থনা করেন।
বজরংবলীর মন্দিরে হাজারখানেক ভক্তের মধ্যে উপস্থিত হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সংকটমোচন পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এইদিন ভক্তবৃন্দরা পাতিখালী মোড় থেকে মঞ্জুশ্রী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করেন।
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, প্রতিবছর এই মন্দিরে পুজো দিতে তিনি আসেন। প্রতিবছরই নিষ্ঠাভরে হনুমানজির পুজাে দেন। মানুষের ধর্ম কেই প্রধান হিসাবে গ্রহণ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন পশ্চিমবঙ্গ না যেন বাংলাদেশ হয়ে যায়।
আরও পড়ুনঃ ভাষণ শুরু হল ব্রিগেডের জনসভায়
পাশাপাশি নির্বাচনী বিধি অনুযায়ী রাজনীতির কোনো মন্তব্যও শোনা গেল না শুভেন্দু অধিকারীর মুখ থেকে। শুধু এইটুকু জানান, আমি প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়ে যায়। তবে এই দিন শুভেন্দু অধিকারী উপস্থিত হওয়ার কারণে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে ভক্তবৃন্দদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584