উনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা! মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

0
133

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিমবাংলার মানুষ সিপিআইএম কে টেস্ট করেছে রিজেক্ট করেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, তৃণমূল টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে, হাফ রিজেক্ট হয়েছে পার্লামেন্টে, এবার বাকিটা হয়ে যাবে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার নীলদা এলাকায় বিজেপির পরিবর্তন সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

এই দিন এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন জেলার সভাপতি শমিত কুমার দাস,রামপ্রসাদ গিরি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বাবু বলেন, এই সভায় যোগ দেওয়ার আগে বৈতা থেকে নীলদা পর্যন্ত যে জনসমাগম হয়েছে তাতে মনে হচ্ছে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে।

Suvendu meeting | newsfront.co
দাঁতনে’র জনসভায় শুভেন্দু। নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরো বলেন, “এই কর্মী-সমর্থকদের উদ্যোগ দেখে মনে হচ্ছে আমি দুমাস বিজেপি করছি না ২০ বছর ধরে বিজেপি করছি।” পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে একাধিক সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।

BJP Leader Suvendu Adhikari | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, “তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল তা করতে পারেনি। আমি বলছি এটা এখন রাজনৈতিক দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এরাজ্যে চার লক্ষ ৬০ হাজার কোটি টাকা ঋণের বোঝা করেছে মাননীয়া। তার পাশাপাশি এরাজ্যে বেকারের সংখ্যা বেড়েছে আর প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের নাম বদলে কাটমানি নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ জোটের ব্রিগেডে মঞ্চ কাঁপালেন ‘ভাইজান’

পাশাপাশি ভোটের প্রচারে এবার “বাংলা নিজের মেয়েকে চাই” এই শ্লোগানকে নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল শিবির,এবার সেই নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ওনাকে কে বলে বাংলার মেয়ে! উনি হলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা।

আরও পড়ুনঃ আমাদের বিমান-অধীর-আব্বাস আছে, আমরা জিতবঃ সেলিম

উনি বাংলার মেয়ে নন, এগুলো জেনে রাখুন। এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী বিধানসভা ভোটে ২০০আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে তা পরিস্কার করে দেন শুভেন্দু অধিকারী। আমরা এপিজে আব্দুল কালাম কে শ্রদ্ধা করি ও আফজাল গুরু দের ঘৃণা করি, এটাই হলো ভারতীয় জনতা পার্টির ফর্মুলা, পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার গড়া ও সোনার বাংলা তৈরি করার অঙ্গীকার দিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড সভা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

এদিন তিনি বলেন,”আজকে একটা ব্রিগেড সভা হয়েছে। বামপন্থীরা কেউ বলবেন ধর্মনিরপেক্ষতার কথা আর পাশে আব্বাস সিদ্দিকিকে নিয়ে মিটিং করবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মহম্মদ সেলিম আর উপ-মুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকী, বামপন্থীরা সাবধান। আপনাদের ধর্মনিরপেক্ষতার বুলি আর থাকবে না। আসুন আপনারা বিজেপিতে, যার একমাত্র শ্লোগান ভারত মাতা কি জয়।” পাশাপাশি আগামী ৭ই মার্চ ব্রিগেডের জনসভা করবেন প্রধানমন্ত্রী সেই জনসভায় আসারও বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here