ডব্লিউবিসিএস-এর প্রশ্নে ‘সবুজ সাথী’, বিশিষ্টদের তোপ শুভেন্দুর

0
112

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্য সরকার পরিচালিত ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশ্ন। এ নিয়ে এবার কটাক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার পরিচালিত ইউপিএসসি-র প্রশ্নপত্রে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন আসে। স্বাভাবিক ভাবেই ইউপিএসসি-র মত পরীক্ষায় ‘রাজনৈতিক’ প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক হয়। প্রতিবাদে সরব হন বাংলার বিশিষ্টজনেরাও।

Suvendu Adhikari

এবার ডব্লিউবিসিএসের প্রশ্নে রাজ্য সরকারের প্রকল্পের উল্লেখে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ মূলত বাংলার বিশিষ্টজনেদের প্রতি। জমি ছাড়তে নারাজ তৃণমূলও, সাংসদ সৌগত রায় শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে এদিন বলেন, ইউপিএসসি-র প্রশ্নপত্রে ‘ভোট পরবর্তী সন্ত্রাস’ -এর কথা নিয়ে তো বিরোধী দলনেতা কিছু বলেননি!

রবিবার রাজ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজ্যে। তার দুটি প্রশ্ন নিয়ে আপত্তি শুভেন্দুর। প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নটি ছিল, ‘গত ১০ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিক্যাল কলেজ চালু হয়েছে?’ ৪৩ নম্বর প্রশ্নটি ছিল, ‘পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/সরকারপোষিত/মাদ্রাসা/বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়?’

আরও পড়ুনঃ আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রশ্নপত্রের ওই অংশের ছবি টুইট করে সোমবার শুভেন্দুর বক্তব্য, ‘ইউপিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে প্রশ্ন থাকায় নরক গুলজার করেছিলেন অনেকেই। এখন দেখা যাক ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে পশ্চিমবঙ্গ সরকারের কিছু নিজস্ব প্রকল্পের বিজ্ঞাপন করাকে ছদ্ম বিশিষ্টজনেরা কী ভাবে বদলে দেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here