নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়ে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা ও যোগদান মেলা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক ও অন্যান্য নেতৃত্ব।
এই সভায় শুভেন্দু অধিকারী ও নবারুন নায়েকের হাত থেকে তমলুকের প্রায় বেশ কিছু কাউন্সিলর সহ তৃণমূলের কর্মীরা বিজেপির পতাকা ধরেন। এবং এই সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা নেত্রীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এবং এই সভা থেকে তিনি দাবি করেন যে তৃণমূলের সকল নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত এবং চাকরির নামে যে ভাবে তৃণমূল নেতা নেতৃত্ব দুর্নীতি করছে তার ফলে পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের তারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুনঃ ‘ফের মুর্শিদাবাদে কংগ্রেসের রাজ হবে’, কান্দিতে মন্তব্য অধীরের
এছাড়াও তিনি আজ নন্দীগ্রামের শহীদ মিনারে মাল্যদান করা নিয়ে তৃণমূল নেতা ও নেত্রীদের কটাক্ষ করে তিনি বলেন, যে মিনার পাপের টাকা বলে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেনি তার পাশের পুরানো শহীদ বেদীতে মাল্য দান করেছেন সেটাও তার তৈরি। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নেতাই এ মদন মিত্রের প্রসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারী একাধিক কটাক্ষ করলেন।
পাশাপাশি সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান। তবে যাই হোক আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি যে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে এবং কেউ এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584