শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দল তাকে এক সময় গুরুত্বহীন করে দিলেও তিনি সামন্তরাল জনসংযোগ রেখে বুঝিয়ে দিয়েছেন, তার নিজস্ব জনসমর্থন এখনো কমে যায়নি। কিন্তু তার এই কার্যকলাপে দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রামনগর আর এস ময়দানে নিজের সভায় শুভেন্দু ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আর আমিও ছেড়ে যাইনি।
আমি নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করি না। আমি এখনও একটি দলের প্রাথমিক সদস্য।’শুভেন্দু সঙ্গে প্রশান্ত কিশোর বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কোনো কথা বলবেন না।
আরও পড়ুনঃ জল্পনায় জল ঢেলে রামনগরের সভা সারলেন শুভেন্দু
তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারেন। দুই বর্ষীয়ান সাংসদ ও এক ঘনিষ্ঠ মন্ত্রীকে একথা সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।তৃণমূল সূত্রের খবর, ভাতৃদ্বিতীয়ার দিন বিকেলে মমতার নির্দেশে তৃণমূলের শীর্ষনেতা তথা বর্ষীয়ান সাংসদের সঙ্গে শুভেন্দুর বৈঠক হয়। তারপর আরও এক বর্ষীয়ান সাংসদ ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ইতিহাস ,ঐতিহ্য সুরক্ষার দাবিতে বালুরঘাটে হেরিটেজ সপ্তাহ উদযাপন
তাঁদের শুভেন্দু জানান, তিনি কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।তবে তার তিনটি দাবি রয়েছে। এক, দলে তাঁর গুরুত্ব বাড়াতে হবে। দুই, সংগঠনকে পুরোনো অবস্থানে ফেরাতে হবে। তিন, ফের পুরোনো জেলাগুলির দায়িত্ব দিতে হবে।
শুভেন্দু অধিকারী আগে যে সমস্ত জেলার দায়িত্বে ছিলেন, সেইসব জেলায় তিনি ভালো ফল করিয়েছেন এবং লোকসভা পরবর্তী সময়ে তিনি উপনির্বাচনেও দলকে প্রশ্নাতীত সাফল্য এনে দিয়েছেন। সেই কারণে এবার দলে নিজের পুরোনো অবস্থান ফিরে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584