কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরেঃ শুভেন্দু

0
78

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

suvendu adhikari | newsfront.co
মঞ্চে বক্তব্য রাখছেন শুভেন্দু।নিজস্ব চিত্র

দুয়ারে সরকার নয় দুয়ারে সিবিআই। সিবিআইকে ধন্যবাদ ওই বাড়িতে নোটিশ না দিলে বাংলার মানুষ ওই ১০০ কোটির প্রাসাদ দেখতে পেতেন না। কত বড় প্রাসাদ কেউ দেখতে পেত না। আজ সিবিআই ঢোকার আগে মাননীয়া বলতে গিয়েছিলেন বৌমাকে কীর্তিমান ভাইপোর নাম না বলার জন্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়লা চোর, ডাকাত বিনোদ মিশ্রের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়েছে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে। বিদেশে টাকা পাচার হলে তবে তো তাকে টানবেই।

public meeting | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

ভারতের বিচারব্যবস্থার উপরে তিনি তো নন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দেগে মঙ্গলবার দুপুরে কুলতলির জালাবেড়িয়ায় জনসভা থেকে এই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন মগরাহাট থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছায় দক্ষিণ বারাসাতে।

সেখান থেকে জয়নগর হয়ে যায় কুলতলি। রথযাত্রাকে ঘিরে বারুইপুর পুলিশ জেলার প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ,কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়,জেলা সভাপতি সুনিপ দাস সহ অন্যরা। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন,”এই জেলায় তথাকথিত মুখ্যমন্ত্রী ভাইপো। তোলাবাজ ভাইপোর নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগণায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ছোট ছোট তোলাবাজরা অত্যাচার চালাচ্ছে। যাদের পুলিশ স্যালুট করে। তোলাবাজ ভাইপো ২০১৪ সালে জেতার পর পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,পুরসভা,জেলা পরিষদ আইনে চলে না। জেলা পরিষদে কাজ নিতে হলে ২০ শতাংশ দিতে হয়।”

আরও পড়ুনঃ বিজেপি নেতার উপর হামলার প্রতিবাদে ডায়মন্ড হারবারে বিক্ষোভ গেরুয়া শিবিরের

তিনি এও বলেন, “বেকারদের বাঁচাবে ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলা কেউ বাঁচাতে পারবে না। ২ কোটি বেকার তৈরি হয়েছে। নীল সাদা রঙ ছাড়া কিছুই হয়নি রাজ্যে। তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি। কেন্দ্রের টাকা ১০০ দিনের কাজে লুঠ হয়েছে। আমপানে লকডাউনে চাল চোর ত্রিপল চোর এই সরকার,এখন ভ্যাকসিন চোর হয়েছে।

আরও পড়ুনঃ ভাইপোকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে ‘শান্তিনিকেতনে’ ঢু দিদিমণিরঃ দিলীপ ঘোষ

গরুর,পানের বরজের নামে টাকা নিয়েছে চোরের দল। পঞ্চায়েতে ভোট হয়নি। লোকসভা ভোটে এই রাজ্যের পুলিশ,ভিন রাজ্যের পুলিশকে ধমকে চমকে খাইয়ে ঘরে শুইয়ে দিয়েছিলেন। তলে তলে জোটবদ্ধ হন। ১৮,১৯ এ ভোট দিতে দাওনি। এবারের ভোট হবেই। তোলাবাজ ভাইপোর পুলিশ নয়,মোদিজির পুলিশ ডান্ডা দিয়ে ভোটে নামবে। নিজের ভোট নিজে দেবেন। এবার নির্বাচন কমিশনকে বাধ্য করাবো ভোট করাতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here