নন্দীগ্রামে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ‘ভূমিপুত্র’ শুভেন্দুর

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সভা থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হেঁড়িয়ায় তার পাল্টা সভা করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত ৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের,তার পাল্টা সভা করবেন বলে আগাম ঘোষণা ছিল শুভেন্দু অধিকারীর।

suvendu adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

সেই মতো মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে সভা করেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জীর সোমবারের সভা ঘিরে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন ওটা কি সভা ছিল সেটা জনগন জানে এবং ওই সভা কে আসউদ্দিন ওয়াসির সভার সাথে তুলনা করেন তিনি।

মমতা প্রসঙ্গে শুভেন্দু বলেন,”তৃণমূল কংগ্রেস সুপ্রিমো উদভ্রান্ত,কোথায় সভা করছেন সেটাই জানেননা। উঠে ঘুরে জানতে হচ্ছে জায়গার নাম।বলছেন নাকি নন্দীগ্রামে মস্তিস্ক আছে কিন্তু আত্মা আছে কলকাতায়। শহীদ ভরত মন্ডলের নাম টাই ঠিকঠাক জানেনা বলছেন ভারত মন্ডল। শহীদদের নাম দেখে বলতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে লিস্ট দেখতে হয়না।”

আরও পড়ুনঃ শিলিগুড়িতে মুষ্টিভিক্ষা দিলীপের

পাশাপাশি তিনি আরো বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামের কথা ভাবতেন তাহলে সাড়ে নয় বছরে নন্দীগ্রামকে অষ্টম শ্রেণীর পুস্তকে সিঙ্গুরের ইতিহাসে স্থান দিতেন। যে পুলিশ অফিসার গুলি চালিয়েছিল তাকে পানিশমেন্ট না দিয়ে ৫ বার এক্সটেনশন দিতেন না।তৃণমূলের প্রার্থী মঞ্চে হয় কেননা তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি।”

নন্দীগ্রামে ভোটে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী কার ভরসায় ভোটে জিতবেন?ওখানেও জিতবে বিজেপি; পাশাপাশি এই সভা থেকে কার্যত ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। একাধিক দুর্নীতি নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই সভা থেকে একই হুংকার দিতে শোনা গেল লকেট চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার

তিনি ডাক দিয়েছেন “নন্দীগ্রাম দিচ্ছে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যাক।” পাশাপাশি একাধিক দুর্নীতি নিয়ে মমতা ও তার ভাইপোকে তুলোধনা করলেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে বাবুল সুপ্রিয়র গলায় একই সুর শোনা যায়। এক কথায় বলা যেতে পারে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি ও তৃণমূলের তরজা আরও ঘনীভূত হচ্ছে, এটাই মনে করছে ওয়াকিবহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here