কলকাতা ছাড়া তৃণমূল গ্রামকে কোন সম্মান দেয়নি! দাঁতনে মন্তব্য শুভেন্দুর

0
72

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এবার বিধানসভার ভোট রাজ্য পুলিশে হবেনা,ভোট করাবে সিআরপি। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সভা থেকে রবিবার এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এইদিন পদযাত্রা ও সভাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক বিজেপির জেলা নেতৃত্ব।

suvendu adhikari | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি নাম না করে তৃণমূলের এক সাংসদের উপর তোপ দাগলেন তিনি।তিনি বলেন, এক তৃণমূল সাংসদ বলেছেন মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্ম হয়। সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন এই মেদিনীপুরের মাটিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। তিনি যদি না বর্ণপরিচয় লিখতেন তাহলে হয়তো আজ উনি নিজের পরিচয় লিখতে পারতেন না।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরো বলেন, “ভারতবর্ষ গণতন্ত্রের দেশ।এখানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন সেখানে আমি একজন ভোটার হিসাবে আমার ইচ্ছা অনুযায়ী পছন্দের দলকে ভোট দিতে পাড়ি। গত ২৭ শে নভেম্বর আমি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছি, পাশাপাশি ১৬ ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে পদত্যাগ করি এবং তার পরের দিনই দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার পরই বিজেপিতে যোগদান করেছি।

আরও পড়ুনঃ বিড়ি শ্রমিকদের মজুরির দাবিতে সভা, মিছিল সুতিতে

বিজেপি দলে যোগদান করার অধিকার আমার রয়েছে।এইসব লোকেদের ২০২১ সালের শিক্ষা দেবেন তো? বাংলায় পদ্ম ফুটাবেন তো? আমি চাই কলকাতা ও দিল্লিতে এক সরকার থাকুক।” এদিন বক্তব্য রাখতে গিয়ে গত লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন,”গত লোকসভা ভোট কিভাবে হয়েছিল সাধারণ মানুষ তা জানেন,ডায়মন্ডহারবারে এমনকি ঘটনা ঘটে গেল যেখানে পঞ্চায়েত নির্বাচনে কোন বিরোধী রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীরা নমিনেশন করতে পারেনি।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে তৃণমূল – নকশাল শ্রমিক সংগঠনের সংঘর্ষ, আহত দুই

কারণ প্রত্যেকটি বিডিও অফিসের সামনে জেহাদিদের বসিয়ে রাখা হয়েছিল। আমি ছাত্র রাজনীতি থেকে সিপিএমের বিরুদ্ধে একাধিক আন্দোলন গড়ে তুলেছি, বর্তমান সিপিএমের হাল এই রকম পরিস্থিতি হতো না যদি না একাধিক সিপিএম নেতা কে বাদ দেওয়া হত।” অন্যদিকে হোস্টিংয়ে সুনিল মন্ডলের গাড়ি ভেঙ্গে দেওয়ার ঘটনায় তিনি বলেন, “আমি ঢোকার সময় কেউ কিছু বলতে পারেনি, শুধু শোনা গেল আমি কেন বদলে গিয়েছি আমি পাল্টা বলেছি। তোমরা কেন কংগ্রেস ছেড়েছ, বেরোনোর সময় ৫০ জন হো হো করছিল সবগুলো জেহাদি।”

আরও পড়ুনঃ দলীয় সভায় আক্রমণের প্রতিবাদে জলঙ্গীতে মিছিল করল ছাত্র পরিষদ

সেই সঙ্গে তিনি বলেন,”সবুজ সাথী প্রকল্পে ভাঙা সাইকেল দেওয়া হচ্ছে,তার কারণ ভাইপো। তৃণমূলে একটি পোস্ট,বাকি সব ল্যাম্পপোস্ট। কেন্দ্র সরকারের প্রকল্প গুলিকে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানো হচ্ছে।” কলকাতা ছাড়া এই দল গ্রামকে কোন সম্মান দেয়নি বলে তিনি তার ভাষণে বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here