নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বৃহস্পতিবার দিল্লিতে একাধিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, এরপর যান আকবর রোডে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়ি এবং সবশেষে দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের সাথে।

এদিকে, যখন নারদা মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে তখন ঠিক কোন কারণে এই বিজেপি নেতা দেখা করলেন সিবিআই-এর আইনজীবীর সঙ্গে! গতকাল এই প্রশ্ন তুলে শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি জানায় তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, শুক্রবার সকালে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মানুষের দুঃখকষ্ট দেখে হাঁপিয়ে যাচ্ছেন বিপুল ভোটে জয়ী বিধায়ক
বৃহস্পতিবার এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে কোন প্রতিক্রিয়া দেননি তিনি। আর আজ সলিসিটর জেনারেলের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি অস্বীকার করা হলেও শুভেন্দু যে মেহতার বাড়ি গিয়েছিলেন সেকথা অস্বীকার করা হয়নি।
আরও পড়ুনঃ রাজ্যপালের বাজেট বক্তৃতা শেষ ৭ মিনিটে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তুমুল হট্টগোল
সূত্রের খবর তুষার মেহতার দাবি, শুভেন্দু যখন তাঁর বাড়ি যান তিনি ব্যস্ত ছিলেন, তাই চা খেয়েই বেরিয়ে যান শুভেন্দু। আজ বিধানসভা ভবনে বসে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন যে তাঁর সঙ্গে দেখা হয়নি সলিসিটর জেনারেল তুষার মেহতার। তবে গতকাল এবিষয়ে কোন কথাই বলেননি তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584