উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শনিবার বিজেপির হেস্টিংস অফিসে তেতাল্লিশ জন বিজেপি সদস্যকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল বিজেপি। মঞ্চ থেকেও নিজের পুরোনো দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছেন তৃণমূলের এই প্রাক্তন মন্ত্রী।

তৃণমূলের প্রতি তাঁর বহুদিনের জমানো রাগ উগড়ে দিচ্ছেন সময়, সুযোগ বুঝে। এদিনও তিনি সেটাই করলেন। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী শুধু বিজেপি বন্দনাই করলেন না, তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন।
প্রকাশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ”তৃণমূল কংগ্রেস দলটা কোম্পানিতে পরিণত হয়েছে। লজ্জা করে একুশ বছর এই পার্টিটা করেছি বলে। হ্যাঁ, এখন আমার সত্যিই এটা ভেবে লজ্জা করে।” পাশে বসা মুকুল রায়, তথাগত রায় তখন হাসি মুখে হাত তালি দিচ্ছেন।
আরও পড়ুনঃ উত্তপ্ত হেস্টিংস! সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের
শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ”কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকতে হবে। না হলে বাংলার অর্থনৈতিক অবস্থা ভাল হবে না। দেশের সব রাজ্যে বিজেপির সরকার নেই। তবে একমাত্র বাংলা ছাড়া অন্য সব রাজ্য কেন্দ্রের প্রকল্পের সুবিধা মানুষকে দেয়।
একমাত্র বাংলাতেই রাজ্য সরকারের জন্য তিয়াত্তর লাখ চাষী কেন্দ্রের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত থাকে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে। একমাত্র বিজেপিই পারে সোনার বাংলা গড়তে। ৩৪ বছর ধরে সিপিএম যেভাবে ভুল পথে রাজ্যকে চালিয়েছে, তৃণমূল আসার পরও একই চটিতে পা গলিয়েছে। রাজ্যের পরিস্থিতি যা ছিল তাই আছে।” মঞ্চ থেকে এদিন আরও, একটি বড়সড় দাবি করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু।
আরও পড়ুনঃ বুথ সভাপতিদের বাড়িতে ‘নেমপ্লেট’ সরবরাহ করবে দল-নয়া কর্মসূচি বঙ্গ বিজেপির
তিনি এদিন বলেছেন, ”ভারত কেশরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এদেশে থাকার সুযোগ করে দিয়েছেন। ওনার জন্যই আমরা এই দেশে, পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পেয়েছি। একমাত্র বিজেপিই পারে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ভাবধারাকে বাস্তবায়িত করতে। একমাত্র বিজেপিই দেশমাতৃকার চরণের তলায় থেকে সেবা করতে পারে। দেশের মানুষের হিতে কাজ করতে পারে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584