নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুভেন্দু ইস্যুতে জ্বলে ওঠা আশার প্রদীপ আবার নিভু নিভু। মঙ্গলবার রাতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। খবর ছড়িয়ে পড়ে সমস্যা মিটে গেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।
যদিও এই বৈঠক নিয়ে কোন মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর গড়াতেই নন্দীগ্রামের বিধায়ক হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানিয়ে দিলেন, ‘একসঙ্গে কাজ করা মুশকিল।’ সঙ্গে বৈঠকের পর দলের তরফে একতরফাভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতেও ক্ষুব্ধ তিনি। এমনটাই বলছেন তাঁর ঘনিষ্ঠরা।
মঙ্গলবারের বৈঠকের পর সৌগত রায় বলেন, “সমস্যা মিটে গিয়েছে। বাকিটা ধীরে ধীরে মিটে যাবে। শুভেন্দু তৃণমূলেই থাকবেন। বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বেন।“
আরও পড়ুনঃ শুভেন্দু বাবু একজন ভাল নেতা, বিজেপিতে এলে ভালো হবে! হলদিয়াতে মন্তব্য ভারতী ঘোষের
বুধবার দুপুরে জানা যায়, বেলা ১১টা নাগাদ তৃণমূলের তরফে তাঁর সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা সৌগত রায়কে মেসেজ করেছেন তিনি। তাতে লিখেছেন, “আমার বক্তব্যের এখনও সমাধান হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক বৈঠকে সব বলার কথা ছিল। তার আগেই সংবাদমাধ্যমের কাছে সব বলে দেওয়া হল। আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584