নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনা হয় সমবায়ের আধিকারিকদের তরফে। আজ,মঙ্গলবার ব্যাঙ্কের পরিচালন কমিটির একটি বৈঠকে শুভেন্দুকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক পরিচালন কমিটি জানিয়েছে, হাইকোর্টের রায় গিয়েছে সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষেই। পরিচালন কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৪ জনের ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেই ১৪ জনের মধ্যে ১০ জন সদস্য এদিন কমিটির সিদ্ধান্তের পক্ষে ভোট দেন। ব্যাঙ্কের বর্তমান সহ-সভাপতি চিন্তামণি মণ্ডল আপাতত সভাপতির পদ সামলাবেন এমনটাই জানা গিয়েছে সমবায় কমিটি সূত্রে।
আরও পড়ুনঃ বিজেপি শিবসেনা সংঘর্ষে উত্তাল মহারাষ্ট্র! গ্রেফতার করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী রাণে’কে
২০০৮ সালে থেকে কাঁথি সমবায় ব্যাঙ্কের সভাপতির পদে ছিলেন শুভেন্দু। সাধারণত, দুবছর সভাপতির পদে আসীন থাকা যায়। বিধানসভা নির্বাচনের আগে দল ও মন্ত্রীত্ব ছাড়লেও সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ ছাড়েননি শুভেন্দু। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক পরিচালন কমিটির অনাস্থা প্রস্তাব আনে, তার প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। হাইকোর্ট রায় দেয় অনৈতিক ভাবে তাঁকে সরানো যাবে না। এরপরেই আইন মেনে ভোটাভুটির মাধ্যমে সমবায় ব্যাঙ্কের সভাপতি পদ থেকে অপসারণ করা হল শুভেন্দু অধিকারীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584