নন্দীগ্রামে রাস উৎসবের উদ্বোধনে খোল বাজালেন শুভেন্দু

0
70

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত দুইদিন আগে নিজের নিরাপত্তা রক্ষী ও মন্ত্রিত্ব পদ ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথম সভা করেছিলেন মহিষাদল রাজবাড়ি তে, ঠিক তারপরের দিন নন্দীগ্রামে হাজির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷

suvendu adhikari | newsfront.co
খোল হাতে শুভেন্দু অধিকারী ৷ নিজস্ব চিত্র

এই দিন নন্দীগ্রাম উৎসব কমিটির সার্বজনীন রাস উৎসবের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ এইদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে এলাকাবাসীর মধ্যে ৷

people | newsfront.co
উন্মাদনা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাসিমারায় গুরু নানকের জন্মদিবস উদযাপন

কোণঠাসা ভিড় লক্ষ্য করা গেছে রাস উৎসবের মণ্ডপে, এদিন খোল হাতে নিয়ে কীর্তন করতে দেখা গিয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ৷ পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, “আগেও নন্দীগ্রামের মানুষের সঙ্গে ছিলাম, বর্তমানেও রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ৷ ”

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে শিলিগুড়িতে মিছিল করল যুব তৃণমূল

তবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে , কার্যত এড়িয়ে গেছেন তিনি ৷

তবে যাই হোক নিরাপত্তারক্ষী ও মন্ত্রিত্ব ছেড়ে ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে জনসংযোগ করছে শুভেন্দু অধিকারী এটা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here