নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এই বছর করোনার আবহে, দুর্গোৎসবে জেলা সহ পার্শ্ববর্তী জেলার বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ উদ্বোধন করার কথা ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু কোর্টের রায়ের পর গুটিকয়েক মণ্ডপে দুর্গা প্রতিমা দর্শন ছাড়া, কোন দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে দেখা যায়নি মন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি পরে নন্দীগ্রাম ও কাঁথিতে দুর্গা প্রতিমার সামনে আরতি করতে দেখা যায় মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা উম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগিনী নিবেদিতার ১৫৩ তম জন্ম দিবসে দীঘায় মর্মরমূর্তি উদ্বোধন করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর প্রতিটা কথার মধ্যে ছিল ভগিনী নিবেদিতা ও স্বামীজীর বাণী। স্বামী বিবেকানন্দের কর্মকাণ্ড এবং ভগিনী নিবেদিতার ত্যাগ, শুভেন্দুর গলায় এসবই ভেসে এলেও একবারও মমতা ব্যানার্জির কিংবা তৃণমূল কংগ্রেসের কথা শোনা যায়নি। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা।
আরও পড়ুনঃ ফারাক্কায় নদীর ধারে রাস্তায় ধস! আতঙ্কিত গ্রামবাসীরা
অবশ্য এর আগে সেই জল্পনাতে কার্যত জল ঢেলে দিয়েছিল শিশির অধিকারী, বারবার নিজেকে গ্রামের সাধারণ মানুষ বলে নিজের পরিচয় তুলে ধরেছেন। এবং আজ গ্রামের সাধারণ মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584