রাজনীতি করতে আসিনি- তমলুকে জানালেন শুভেন্দু

0
77

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বুধবার পূর্ব মেদিনীপুর জেলা তমলুক মহাপ্রভু মন্দিরের বার্ষিক অনুষ্ঠানের শোভাযাত্রায় যোগ দিলেন বিজেপি নেতা তথা বর্তমান রাজনৈতিক মহলের চর্চার কর্ণধার শুভেন্দু অধিকারী ৷ এই দিন এই শোভাযাত্রায় কয়েক হাজার ভক্তগনের উপস্থিতির মাঝে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

suvendu adhikari | newsfront.co
শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী ৷ নিজস্ব চিত্র

গোটা এলাকার এই শোভাযাত্রা প্রদক্ষিণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নবান্নে মুখ্যমন্ত্রী ভারত সেবা সংঘকে বলেছেন মাঝে মাঝে দাঙ্গা করেন, এর উত্তর ঠিক পেয়ে যাবেন, এমনিভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

suvendu adhikari's press meet | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরও বলেন, এই রাজত্বকে রাম রাজত্বে পরিণত করতে হবে অর্থাৎ এখানে কেউ খালি পেটে ঘুমাবে না, বেকারদের কর্মসংস্থান হবে, চাষিরা ন্যায্য মূল্যে তার ফসল বিক্রি করতে পারবে, শিল্প হবে, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা সবাই আস্তিক ধর্ম নিয়ে থাকলে খারাপ কাজ থেকে বিরত থাকব ৷

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাজেট নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বিজেপিঃ সূর্যকান্ত

আর জয় শ্রীরাম অপ শব্দ নয় এটা শুভ শব্দ, পাশাপাশি তিনি আরও বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি আমি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে যোগদান করি, আমরা বিগত দিনে ভারত সেবা সংঘের সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবা করেছি রাজনীতি করার জন্য নয় ৷এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here