নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী বলেন এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটা ধর্মীয় কর্মসূচি। এইদিন পদযাত্রা ও সভার মাধ্যমে এই ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
এদিনের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগার পার, বলছে পরে করব,পরে করলে আবার করব।”
আরও পড়ুনঃ ভারুচের সাংসদ-আদিবাসী নেতার বিজেপি ত্যাগ
এদিন সভা করার আগে নন্দীগ্রামের ভুতা মোড়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে পড়ে নন্দীগ্রাম। নন্দীগ্রাম থানার সামনে কার্যত বিক্ষোভে বসেন দলীয় কর্মীসমর্থকরা।
তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে,এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে নন্দীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে কার্যত আঙ্গুল তুললেন ভাইপোর উপর,তিনি বলেন,”যারা ছবিতে কালি দিচ্ছে, তাদের কোনো দোষ নেই।
এগুলো নির্দেশ দেওয়া হচ্ছে তোলাবাজ ভাইপোর অফিস থেকে এবং বলা হচ্ছে ছবি তুলে পাঠাতে। যেহেতু এটা ধর্মীয় কর্মসূচি, সেহেতু আমরা চুপ থাকব না,উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখান থেকে কলকাতা, ব্যারাকপুর, খরদা এলাকায় দলীয় কর্মসূচি সেরে পুনরায় নন্দীগ্রামে আসব,আমরা এই বিষয়ে চুপ থাকব না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584