নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বিশ্ব আদিবাসী দিবসে সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী l ঝাড়গ্রামের জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেরই আমন্ত্রণ ছিল l কিন্তু শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেলেও শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন না ৷
বরং দু কিলোমিটার দূরে আদিবাসী সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি l এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘শুভেন্দু বাবু সরকারি অনুষ্ঠানে যোগ দিলে ভালো হত , এর বেশি কিছু বলে বিতর্ক বাড়াতে চাইনা l’ এদিনের সভায় পার্থ চট্টোপাধ্যায় আদিবাসীদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন l ছাত্র-ছাত্রীদের স্কলা- রশিপ, বার্ধক্য ভাতা, স্নাতকস্তরে অলচিকি লিপিতে পঠন-পাঠনের জন্য যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয় ঠিক করা হয়েছে সেগুলির বর্ণনা দেওয়া এবং আদিবাসী পর্ষদগুলিকে কাজে লাগানোর কথা তিনি বলেন l
আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ তথাগত’র
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল এবং বিজেপি রাজ্য সভাপতির সমালোচনা করেন l আজ সরকারি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেরই আমন্ত্রণ থাকলেও পার্থ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দেওয়ায় শুভেন্দু বাবু সেই অনুষ্ঠানে যোগ দেননি বলে রাজনৈতিক মহল মনে করছে l তাদের মতে সরকারি অনুষ্ঠান এড়িয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কলাবনি এলাকার পিয়ালগেড়িয়াতে আদিবাসীদের সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেন l
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584