উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে এবার ময়দানে দুই রাজনৈতিক দল। সকালে স্বামী বিবেকানন্দর বসতবাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে মূর্তিতে মাল্যদান করেছেন শুভেন্দু অধিকারী। যদিও বিজেপির কর্মসূচি অনুযায়ী দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বিজেপির মিছিলে এদিন পা মেলাবার কথা ছিল শুভেন্দু অধিকারীর।
কিন্তু অন্যত্র কর্মসূচি থাকায় উত্তর কলকাতার শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত বিজেপির মিছিলে হাজির হতে পারেননি শুভেন্দু অধিকারী। কর্মসূচিও রয়েছে। যদিও এবিষয়টি সোমবার রাতেই জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।এদিকে গেরুয়া শিবিরও শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে।
এই পদযাত্রায় ছিলেন, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ গঙ্গোপাধ্যায়।সোমবার রাতেই বিজেপির তরফে এই মিছিলে শুভেন্দু অধিকারী থাকবেন না, একথা জানানো হয়।
আরও পড়ুনঃ জলঙ্গি পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হল বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী
তবে মিছিলের লড়াইয়ে না থাকলেও, সকালে স্বামী বিবেকানন্দর বসতবাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে মূর্তিতে মাল্যদান সেরেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন এই রাজ্যের বিজেপি-র নির্বাচনী প্রস্তুতির তদারকির দায়িত্বপ্রাপ্ত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।এদিন সকালে সিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ বিবেক চেতনা উৎসব ২০২১ পালিত হল ঝাড়গ্রামে
মাল্যদানের পর তিনি বলেন, “আমরা সবাই ত্রুটিপূর্ণ৷ তবে চাইলেই স্বামীজির দেখানো পথে জীবনযাপন করা যায়৷ তাঁর আদর্শ আজকের দিনেও প্রাসঙ্গিক৷” পরে তিনি আরো বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ একজন সাধারণ নাগরিক হিসেবেই তিনি এসেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584