নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কাঁথি সমবায় ব্যাঙ্ক-এর মামলায় জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, কোর্টের নির্দেশে ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থাকছেন তিনিই তবে এই দিনই কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতির পদে আর থাকছেন না তিনি। ২০১২ সাল থেকে দীর্ঘ ৯ বছর এই পদে ছিলেন শুভেন্দু।
কাঁথি সমবায় ইউনিয়নের ১৫ জন সদস্যের মধ্যে ১৫ জন কার্যনির্বাহী সদস্যের ১৪ জনের ভোট যায় শুভেন্দুর অপসারণের পক্ষে। ফলে ৪ লক্ষ সদস্যের এই ইউনিয়নের সভাপতি পদ থেকে সরতে হলো মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ কে। সোমবার নিজের পদ বাঁচাতে বৈঠকেও যোগ দেননি তিনি। শুভেন্দুর অনুপস্থিতিতেই তাঁর অপসারণের পক্ষে ভোট দেন বাকি সব ডিরেক্টর।
গত ১৯ জুলাই কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের ১২ জন ডিরেক্টর সভাপতি পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণের দাবি তোলেন। এই ইউনিয়নের অধীনে রয়েছে দুই মহকুমার মোট ৯৫০টি সমবায় সমিতি। কো-অপারেটিভের সদস্য সংখ্যা প্রায় ৪ লক্ষ।
আরও পড়ুনঃ লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উদ্ধারকাজে বায়ুসেনার হেলিকপ্টার
সোমবার সভাপতি পদ থেকে শুভেন্দুকে অপসারণ করতে সমবায় আইন মেনে বৈঠক হয়। শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১৩ জন সদস্য সশরীরে উপস্থিত ছিলেন সোমবারের বৈঠকে এবং সকলেই শুভেন্দুর অপসারণের বিষয়ে সম্মতি জানান। বৈঠক চলাকালীন একজন সদস্য ফোনের মাধ্যমে শুভেন্দুকে অপসারণ করার বিষয়ে সম্মতি জানান।
আরও পড়ুনঃ ১০০ ফ্লেক্সে ত্রিপুরা সাজিয়ে দলনেতাকে স্বাগত হুগলির কুন্তল ঘোষের
জানা গিয়েছে, কো-অপারেটিভের গত ৬টি বৈঠকে যোগ দেননি শুভেন্দু। কো-অপারেটিভের বৈঠকে পরপর এভাবে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে শুভেন্দুকে সভাপতি পদ থেকে অপসারণের পক্ষে ইউনিয়নের সমস্ত সদস্য সম্মিলিত সিদ্ধান্ত নেন। কো-অপারেটিভ সদস্যরা জানিয়েছেন, এই অপসারণের মধ্যে কোনও রাজনীতি নেই। যদিও বিজেপির তরফে কাঁথির সভাপতি অনুপ চক্রব্রর্তীর দাবি, পুরো বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের মদতেই শুভেন্দুকে অপসারিত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584