শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একদিকে তার সঙ্গে বৈঠকের পর তৃণমূল বিধায়ক সৌগত রায় দাবি করেছিলেন শুভেন্দু আছেন দলের মধ্যেই। আবার অন্যদিকে শুভেন্দু বলেছিলেন, দলনেত্রী আমাকে তাড়িয়ে দেননি আর আমিও ছেড়ে যাইনি।’ কিন্তু সেই সব মন্তব্যের মাঝেই ফের শোরগোল ফেলে দিলেন শুভেন্দু। জানা গিয়েছে, হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। যা স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে দলবদলের জল্পনা।
গত মঙ্গলবার খেজুরিতে হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে পথসভাতে বাক স্বাধীনতা চিরস্থায়ী করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ২০১০ সালের ২৪ নভেম্বর খেজুরি থেকে সিপিএমকে বিতাড়িত করার দিনটি হার্মাদ মুক্তি দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়। রাস্তার পাশে ও সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা, শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রীর কাটআউট লাগানো ছিল।
আরও পড়ুনঃ কেন্দ্রের ঢিলেমির জন্যই দেরি, মাঝেরহাট সেতু ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
রাজ্য রাজনীতিতে শুভেন্দুকে নিয়ে তরজার মধ্যে তৃণমূল নেতা সৌগত রায়ও বলেছিলেন, ‘দল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করতে চায়। শুভেন্দু তৃণমূলে রয়েছে। দলের মধ্যে আমরা সবার সঙ্গে সদ্ভাব রক্ষা করতে চাই। এই চেষ্টায় কখনও সাফল্য আসতে সময় লাগে। কখনও তাড়াতাড়ি হয়।’
আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘট সফল করতে আজ নতুন প্রজন্মরা এগিয়ে এসেছেঃ মহম্মদ সেলিম
কিন্তু যেভাবে শুভেন্দু এদিন এইচ আর বি সি-র চেয়ারম্যান পদ ছাড়লেন, তাতে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেল। তাহলে কি এখনো রাজ্য প্রশাসনের সঠিক গুরুত্ব অনুভব করছেন না শুভেন্দু? আপাতত এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584