শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইচ্ছাকৃতভাবে তাকে কালিমালিপ্ত করতে জেল থেকে সুদীপ্ত সেনের নাম করে অথবা প্রভাবশালীদের জোরে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখে তা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এমনই অভিযোগ তুলে সিবিআই ডিরেক্টর কে চিঠি দিয়ে চিঠির সত্যতা যাচাই করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। ওই চিঠি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে সঠিক তদন্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর জেলে বসে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠি হাতে আসে সংবাদমাধ্যমের। ওই চিঠিটি পৌঁছে দেয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরে।সেই চিঠিতে দাবি করা হয়েছিল, তিনি সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা, অধীর চৌধুরীকে ৬ কোটি টাকা ও বিমান বসুকে ২ কোটি টাকা দিয়েছিলেন । শুধু তা নয় , সুদীপ্ত ওই তথাকথিত প্রিসনার্স পিটিশনের শেষে এও লিখেছিলেন যে , ‘যাঁরা উচ্চ নৈতিক অবস্থান নিয়ে রয়েছেন, তারা আসলে মানুষকে ঠকিয়েছেন, এখন বিজেপিতে যােগ দিতে চলেছেন।’
আরও পড়ুনঃ কোথাও ভুল হচ্ছে! জঙ্গী সন্দেহে ধৃত নাজিবুল্লার প্রতিবেশীদের প্রতিক্রিয়া
এই পাল্টা সিবিআই ডিরেক্টর কে পাঠানো চিঠিতে শুভেন্দুর অভিযােগ, সারদা চিটফান্ড কর্তা সুদীপ্তর ওই চিঠি উদ্দেশ্যপ্রণােদিত। রাজ্য মন্ত্রিসভা থেকে আমার ইস্তফার পরেই ওই চিঠি লেখা এবং মিডিয়ার হাতে তা পৌঁছে দেওয়ার ঘটনাপ্রবাহ দেখেই আমার মনে ঘাের সন্দেহ হচ্ছে।
আমার সন্দেহ, অতি প্রভাবশালীদের সঙ্গে জেল কর্তৃপক্ষ যােগসাজশ করে জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লিখিয়েছে। সুতরাং ওই চিঠি যেন যথাযথ ভাবে তদন্ত করে দেখা হয়। উল্লেখ্য শুভেন্দু তৃণমূলের সমস্ত সরকারি দায়িত্ব থেকে ইস্তফা দিলেও রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট করেননি। তার আগে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার নাম উল্লেখ করে সুদীপ্ত সেনের এই চিঠি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584