নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়ায় জনসভা থেকে প্রকাশ্যে বালি খাদানের বিরুদ্ধে সরব হলেন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।
এদিনের জনসভায় তিনি বলেন, দলের বিরুদ্ধে গিয়ে এক দু’জন নেতা দলের নীতির বিরুদ্ধে গিয়ে অবৈধ বালি খাদানে যুক্ত হয়েছেন। মালের দায়িত্ব আরোহীর। দল তাদের কোন দায়িত্ব নেবেনা’।

মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন রাজ্যের মন্ত্রী ও বাঁকুড়া জেলা দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।
এদিন তিনি আরও বলেন, খারাপ কাজ যারা করে দল তাদের দায়িত্ব নেবেনা। কারণ ঐ অর্থ তৃণমূল নেয়না। তবে যারা ৩৪ বছর সিপিএমের ‘অত্যাচার’ সহ্য করেছে দল তাদের পাশে আছে বলেওল বার্তা দেন শুভেন্দু।

সিপিএম নেতা অমিয় পাত্র ও মনোরঞ্জন পাত্রের নাম করে তিনি বলেন, ২০১১ সালের আগে কিছু লোক জেলার বিভিন্ন অংশে ধারাবাহিক অত্যাচার চালিয়েছে। তারাই এখন লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরে অশান্তি সৃষ্টি করছে। আর এসব থামাতে নিজেকে ‘স্পেশ্যালিষ্ট’ দাবী করে বলেন, ৯০ শতাংশ অশান্তি থেমে গেছে, বাকিটাও বন্ধ করে দেওয়া হবে।
রাজ্য থেকে বিজেপির ১৮ জন সাংসদ নির্বাচিত হয়ে দিল্লী গেছেন প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, দু’টো ‘হাফ প্যান্ট’ মন্ত্রী দিয়েছে, এদের কারো পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই! একই সঙ্গে বাঁকুড়ার দুই বিজেপি সাংসদ জেলায় নতুন ট্রেন আনার ক্ষমতা তো নেই, একটা বগিও জুড়তে পারেননি বলে তিনি দাবী করেন।

আরও পড়ুনঃ সদস্য সংগ্রহ ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত বসিরহাট
উন্নয়নের প্রশ্নে জেলার দুই বিজেপি সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, রাজ্যে আমাদের সরকার আছে। আমরা উন্নয়ন করবো, আর সুভাষ ও সৌমিত্রবাবু দিল্লী থেকে উন্নয়ন আনুন।
দু’টো উন্নয়নে লড়াই হোক। যে বেশী উন্নয়ন করতে পারবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তাকেই ভোট দেবেন বলেও তিনি দাবী করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584