শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শুভেন্দু অধিকারী একদিকে হাতে লিখে বিধানসভা সচিবের হাতে দিয়ে এসেছিলেন এবং অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় তাকে ইমেল মারফত ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি।
কিন্তু বিধানসভার রীতি অনুযায়ী তাঁর পদত্যাগ ঠিকঠাক হয়নি এবং তাকে স্পিকারের সামনে তার কারণ ব্যাখ্যা করতে হবে বলে সেদিনই জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার সোমবার ২১ ডিসেম্বর দুপুর দুটো নাগাদ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠালেন তিনি।
স্পিকার জানিয়েছেন, ওই দিন শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা শুনে নিয়ে তার পরেই তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ পর্যন্ত শুভেন্দু তৃণমূল বিধায়ক হিসেবেই থাকবেন।
আরও পড়ুনঃ হলদিয়া বন্দরের শ্রমিক ভবন থেকে সরিয়ে নেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি
নিয়ম অনুযায়ী, স্পিকারের সামনে স্বাক্ষর করে ইস্তফাপত্র জমা দিতে হয়। পরে ইমেলে ইস্তফাপত্র পাঠান শুভেন্দু। দু’টি পদত্যাগপত্রে গরমিলের কথা উল্লেখ করে এ দিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,’আমি সন্তুষ্ট না হলে ইস্তফা গ্রহণ করতে পারব না।
ভারতীয় সংবিধান ও পশ্চিমবঙ্গের বিধানসভার নিয়ম পর্যালোচনা করে দেখেছি, এক জন সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের সামনে হাজির হতে হয়। তাছাড়া ইমেল পাঠানো ইস্তফাপত্রে তারিখ উল্লেখ ছিল। চিঠিতে কোনও তারিখ নেই। আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়।’
আরও পড়ুনঃ দলত্যাগ! শুভেন্দু অনুগামী মেদিনীপুর পুরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু’র
বিমান বন্দ্যোপাধ্যায় আরও ই-মেইলে পাঠানো কারুর ইস্তফাপত্র এভাবে গৃহীত হয় না। নিয়ম অনুযায়ী জানতে হবে উনি নিজের ইচ্ছায় ইস্তফা দিয়েছেন নাকি তার ওপর কোনো চাপ ছিল। কথা বলে আমি যতক্ষণ না সিদ্ধান্ত নিই, ততক্ষণ উনি তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক।’ তবে স্পিকারের তলব অনুযায়ী সোমবার বিধানসভায় যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584