রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসিয়ে দিতে পারে রাজ্য পুলিশ! রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

0
124

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শুভেন্দু অধিকারী নিজের মুখে এখনও দলবদলের কথা স্বীকার না করলেও এদিন তার বিধায়ক পদ থেকে ইস্তফা এরপর তার বিজেপি যাত্রা মোটামুটি নিশ্চিত‌। কিন্তু তার আগে এই ইঙ্গিত বুঝতে পেরে তৃণমূল সরকার একাধিক মামলায় আগে থেকেই ফাঁসিয়ে দিতে পারে, এমন আশঙ্কা করে রাজ্যপাল কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ঠিক যেমনটা হয়েছে এর আগে অর্জুন সিং, মুকুল রায়-সহ একাধিক নেতার ক্ষেত্রে।

suvendu adhikari | newsfront.co
ফাইল চিত্র

এদিন রাজ্যপালকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, দলত্যাগের পর রাজনৈতিক প্রতিহিংসাবশত কলকাতা বা রাজ্য পুলিশ তাঁকে ফাঁসিয়ে দিতে পারে, আশঙ্কা করছেন তিনি। সেই অবস্থায় যেন হস্তক্ষেপ করেন রাজ্যপাল। চিঠিতে শুভেন্দুর স্পষ্ট দাবি, তিনি বিধায়ক পদ ত্যাগ করার পর প্রতিহিংসামূলক পদক্ষেপ করতে পারে কলকাতা বা রাজ্য পুলিশ।

আরও পড়ুনঃ শুভেন্দুর দলত্যাগের প্রভাব মুর্শিদাবাদ জেলায় পড়বেনা বলে জানালেন রঘুনাথগঞ্জের বিধায়ক

এমনটা হলে যাতে তৎক্ষণাৎ রাজভবনের হস্তক্ষেপ হয়, এই চিঠির মাধ্যমে বস্তুত সেটাই নিশ্চিত করতে চেয়েছেন সদ্য বিধায়ক পদ ত্যাগী এই নেতা। শুভেন্দুর দেওয়া চিঠির ছবি টু্ইট করেছেন রাজ্যপাল নিজেই। তিনি ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও লেখেন টুইটে।

তৃণমূলের একাধিক নেতা ও রাজ্য সরকার যখন রাজভবনের চৌহদ্দি এড়িয়ে চলছেন, তখন শুভেন্দু বিধায়ক পদ ছাড়ার পরই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। তাঁর এই চিঠির রাজনৈতিক তাৎপর্যও যে অপরিসীম। বিশেষ করে রাজ্যপালকে দেওয়া এই চিঠি পেয়ে ধনখড় যতটা না প্রস্তুতি নেবেন, তার থেকেও বেশি মেপে এবার রাজ্য ও কলকাতা পুলিশকে পা ফেলতে হবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এমনটাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here