জলমগ্ন বাঁধিয়াবাসীদের সাহায্য শুভেন্দুর

0
46

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

তিনি প্রাক্তন সাংসদ, তিনি রাজ্যের মন্ত্রী। তবুও তিনি আট থেকে আশি সকল জেলাবাসীর কাছে দাদা। বিপদের ত্রাতা।

member | newsfront.co
নিজস্ব চিত্র

বেশ কয়েকদিন ভারি বৃষ্টিপাতের ফলে সুবর্ণরেখার নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ব্লকের বাঁধিয়া অঞ্চলের জলমগ্ন পাঁচটি গ্রাম, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়ি। জলমগ্ন হওয়ার কারণে কার্যত বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুনঃ এগরায় রক্তদান শিবির

এই পরিস্থিতিতে এলাকায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের পরিদর্শনের পর, ওই এলাকার খবর মন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে পৌঁছালে সঙ্গে সঙ্গেই উনি ওই পাঁচটি এলাকায় ৫০০ জনের জন্য খাদ্য সামগ্রী ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য ২০০টি ত্রিপল তার অনুগামীদের হাত দিয়ে পাঠিয়ে দেন।

supporters | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিমুহূর্তে খবর নেন শুভেন্দু বাবু, যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে যায় পাঠানো জিনিস। রামনগর ২ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের গৌতম জানা, জেলা পরিষদ সদস্যা সুরঞ্জনা মাইতি এবং বাঁধিয়া অঞ্চলের প্রধান উপস্থিত থেকে মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল বিতরণ করেন।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে বাদ প্রশ্নোত্তর পর্ব, ক্ষোভ বিরোধীদের

গৌতম জানা বলেন, “এক দিন আগে কিছু মানুষ আমার কাছে বার্তা পাঠায়, ‘আমরা জলমগ্ন ঘরের মধ্যে রয়েছি। আপনি এসে পরিদর্শন করুন ও দাদাকে জানান। যাতে আমরা মন্ত্রীর কাছ থেকে এই অবস্থা থেকে বাঁচার রাস্তা খুঁজে পাই।’ মন্ত্রী খবর পাওয়া মাত্রই আজকে জল প্লাবিত এলাকায় খাদ্য সামগ্রী ও ত্রিপল পাঠান।” এতে স্বভাবতই খুশি স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here