সোমেন মিত্রের জন্মদিনে বাড়িতে এলেন শুভেন্দু ,জল্পনা তুঙ্গে

0
187

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের জন্মদিনে দক্ষিণ কলকাতার বাড়িতে এলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari | newsfront.co
সোমেন মিত্রের পরিবারের সাথে বিজেপি নেতৃত্ববর্গ। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার রাতে কংগ্রেস নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে বিজেপি নেতা রিতেশ তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারাও প্রয়াত সোমেন মিত্রের বাড়িতে আসেন।

Suvendu in Somen Mitra home | newsfront.co
সোমেন জায়ার সাথে সাক্ষাৎ শুভেন্দুর। নিজস্ব চিত্র

সূত্রের খবর, সোমেন জায়াকে শুভেন্দু বলেন, ‘আপনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আমিও সব পদ ছেড়ে পাঁচ বছর পর তৃণমূল ছাড়লাম।’ সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ছেলে রোহনকেও। এতেই বিজেপি যোগের নয়া জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে টুইটবার্তায় মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন মমতার

Somen Mitra Birth Anniversary | newsfront.co
নিজস্ব চিত্র

প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন ২০২০ সালে প্রয়াত হন সোমেন মিত্র। বছর শেষের সন্ধ্যায় প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ছিল সোমেন মিত্রের জন্মদিন। সেই উপলক্ষ্যে ‘সোমেন-স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরিবারের লোকেরা।

আরও পড়ুনঃ ৪ জানুয়ারি তৃণমূল নেতা বিনয় মিশ্রকে তলব করল সিবিআই, জারি লুকআউট নোটিশ

স্রেফ কংগ্রেসই নয়, অনুষ্ঠানে সিপিএম, বিজেপি নেতাদেরও আমন্ত্রণ করা হয় বলে খবর। কারা গিয়েছিলেন? সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে সন্ধ্যায় প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী।
সোমেন মিত্রের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি ও শঙ্কুদেব পণ্ডা।

উল্লেখ্য, সোমেন-পুত্র ছেলে রোহন এখন কংগ্রেসে রয়েছেন। তবে সম্প্রতি বাঁকুড়ায় দলীয় পর্যবেক্ষক হওয়া নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে মনোমালিন্য হয় রোহনের। এই পরিস্থিতিতে শুভেন্দুর ওই বাড়িতে যাওয়াকে কেন্দ্র জল্পনা তু্ঙ্গে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here