তমলুকের নিমতৌড়িতে সমবায় সপ্তাহ পালনে হাজির শুভেন্দু

0
89

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সমবায় আন্দোলন সাংবিধানিক স্বীকৃতি পাওয়াকে আমরা চতুর্থ সরকার বলি। লোকসভার মাধ্যমে দেশে সরকার গঠিত হয়। বিধানসভার মাধ্যমে রাজ্যে সরকার তৈরি হয়। স্থানীয় স্তরে নির্বাচনে গঠিত হয় পঞ্চায়েত ও পুরসভা। তারপরই আমরা সমবায়কে রাখি।

celebration | newsfront.co
মঞ্চে উপবিষ্ট শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে সমবায় সপ্তাহ পালন উপলক্ষে এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সমবায়ের মাধ্যমে চাষি,স্বনির্ভর গোষ্ঠী,ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়। গোটা রাজ্যে সমবায় আন্দোলনকে পথে দেখিয়েছি আমরা। ১৯৭৩সালে রাজ্যে সমবায় আইন তৈরির সময় তার খসড়া লিখেছিলেন কাঁথি কলেজের প্রয়াত গণিতের অধ্যাপক সুধাংশুশেখর পাণ্ডা। সুতরাং গোটা রাজ্যে সমবায় আন্দোলনকে পথে দেখিয়েছে মেদিনীপুর।”

suvendu adhikari | newsfront.co
বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

তবে এই সমবায় সপ্তাহ পালন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই সভায় যোগদান করেন, পাশাপাশি অনুগামী অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়

তবে এই সভা থেকে একবারও রাজনৈতিক বক্তব্য শোনা যায়নি,মূলত সমবায় সমিতি কিভাবে আগামী দিনে বৃহত্তর করা যায় সেই বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here