‘চেনা বামুনের পৈতা লাগে না,’ তেখালির সভা থেকে জানালেন শুভেন্দু

0
130

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নন্দীগ্রামে ২০০৭ সালে ভূমি উচ্ছেদ প্রতিরোধে তৎকালীন বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছিল নন্দীগ্রামের বহু মানুষ। সেই আন্দোলনের স্মরণে আজ মঙ্গলবার নন্দীগ্রামের তেখালি শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনের ১৩ তম বর্ষ পূর্তিতে নিহতদের শ্রদ্ধা জানাতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

meeting | newsfront.co
স্মরণসভা মঞ্চ। নিজস্ব চিত্র

এদিন জমি প্রতিরোধ আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ বেদী তে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। আজকের সভায় উপস্থিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ২০০৩ সালের লোক আমি, নন্দীগ্রামের নতুন লোক নয়।

চেনা বামুনের পৈতা লাগে না। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে নন্দীগ্রামে এসেছিলাম। এই আন্দোলন সম্মিলিত স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন।

suvendu adhikari | newsfront.co
সভায় শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

তিনি নিজের সম্বন্ধে বলেন আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক বক্তব্য রাখব, আমার চলার পথ কোথায় স্বাচ্ছন্দ্য, কোথায় গর্তে ভরা, কোথায় হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে হাঁটলে স্বাভাবিক ভাবে সহজে হাঁটতে পারব তা রাজনৈতিক প্ল্যাটফর্মে বলব, নন্দীগ্রামের পবিত্র শহীদ মঞ্চ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য রাখব না, পবিত্র মঞ্চে রাজনীতি করিনা, ভবিষ্যতেও করব না।

crowd | newsfront.co
জমায়েত। নিজস্ব চিত্র

একই সাথে তিনি বলেন, লড়াইয়ের মাঠে, রাজনীতির মঞ্চে দেখা হবে, এ লড়াইতে মানুষ জিতবে। গণতন্ত্র জিতবে শুভেন্দু অধিকারী ভয় পায় না। এতদিন নন্দীগ্রামকে মনে পড়েনি, ভোট এলেই নন্দীগ্রামের মাটির কথা মনে পড়ে যায়।

আরও পড়ুনঃ ১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ! জানাল নির্বাচন কমিশন

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। প্রসঙ্গতঃ এদিন, ১০ নভেম্বর নন্দীগ্রামের হাজরাকাটাতে সভা হয়েছিল তৃণমূল, এদিন রাজ্য তৃণমূলের নির্দেশক্রমে হাজরাকাটাতে মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে ২০০৭ নন্দীগ্রামের স্মৃতি উস্কে সভার আয়োজন করা হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম না করে কার্যত ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তেখালির সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ বিহারের ফল প্রভাব ফেলবে না বাংলায়, মত দিলীপের

আবু তাহেরের নেতৃত্বে তেখালিতে সকাল সাড়ে দশটা নাগাদ রেজাউল করিমকে হাজরাকাটাতে এবং করপল্লীতে শ্যামলী মান্নাকে গুলি করে হত্যা করা হয়েছিল। নন্দীগ্রাম আন্দোলনের নিহতদের স্মরণে আজকের এই সভার আয়োজক সেই আন্দোলনের তৎকালীন পরিচালন কমিটি ভূমি উচ্ছেদ কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here