নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা করেছিল তৃণমূল, যেখানে রাজ্য তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূলের মুখ থেকে আগাগোড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বক্তব্য শোনা যায়।
আরও পড়ুনঃ সোনামুখী থানার সামনে অবস্থান বিক্ষোভ, বিজেপির মহিলা মোর্চা কর্মীদের
বৃহস্পতিবার সেই কাঁথিতে পাল্টা সভা করতে চলেছে বিজেপি,যার প্রধান বক্তা হিসেবে থাকবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সাজসাজ রব গোটা কাঁথি চত্বরে, বিজেপির আগত কর্মী- সমর্থকদের অভ্যর্থনা জানাতে কাঁথির মেছেদা বাইপাসে বিজেপির পক্ষ থেকে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে।
কাঁথি সাংগঠনিক জেলার তরফে এই আয়োজন বলে দাবি বিজেপির। এখন শুধু দেখার ওই সভা থেকে পাল্টা কি মন্তব্য শোনা যায় শুভেন্দুর মুখ থেকে! সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584