তৃণমূলে আরও কমল শুভেন্দুর গুরুত্ব, রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর পদে দিব্যেন্দু রায়

0
175

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যেখানে শুভেন্দু রাজ্যস্তরের কমিটির আশা করছিলেন, সেখানে দল তাকে ফের ক্ষমতা খর্ব করে রাজ্য সম্পাদক পদে বসানোয় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন জল্পনা। দলের তাঁর খর্ব করার সঙ্গে সঙ্গে তিনি নিজেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, এমন কথাও জল্পনার পারদ চড়িয়েছে।

Suvendu Adhikary | newsfront.co
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

এবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকেও তাকে সরিয়ে বসানো হল দিব্যেন্দু রায়কে। মঙ্গলবার তৃণমূল ভবনে এক বৈঠকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ বন্দর শ্রমিকদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা জাহাজ মন্ত্রকের

যদিও তৃণমূল সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠকে যোগ দিচ্ছেলেন না শুভেন্দু। কর্মচারী ফেডারেশেনর বেশ কয়েকজন শীর্ষনেতা অবসর গ্রহণ করায় তা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করেও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। এর ফলে ব্যাহত হচ্ছিল এই সংগঠনের কাজ কর্ম। তাই তাকে বাদ দিয়ে গোটা সংগঠন ঢেলে ৪১ জনের নতুন কমিটি সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ পুজোতে টানা ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, প্রকাশিত ২০২১’র তালিকা

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই রাজ্য কর্মচারী ফেডারেশনের বর্তমানে যে কমিটি ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। শুভেন্দুবাবুর কর্মকালে সঙ্গে ছিলেন তিন জন আহ্বায়ক। দিব্যেন্দু রায়, সৌম্য ঘোষ ও স্বপন ঘড়ুই। কিন্তু শেষের দুইজন অবসর নিয়েছেন ইতিমধ্যেই। তাই দলনেত্রীর নির্দেশ মত দিব্যেন্দু রায়ের হাতেই ফেডারেশনের একক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here