আঠারো মাসের মধ্যে কাজ বুঝে নিন: শুভেন্দু অধিকারী

0
87

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Suvendu says understand the project of eighteen months
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে শেষ হয়নি এর মধ্যেই শিরে নিশ্বাস ফেলছে বিধানসভা উপনির্বাচন।রাজ্যের শাসক দল ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে।

‘অমল কিস্কুকে ভোট দিন।১৮মাসের মধ্যে কাজ বুঝে নিন।পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত হবিবপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ১৮ মাসে উন্নয়নের জোয়ার বইবে।প্রতিশ্রুতি নয়, এই ১৮ মাসে উন্নয়ন না হলে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট চাইতে আসবে না’- মঙ্গলবার হবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক মিছিলে অংশ নিয়ে এই কথাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu says understand the project of eighteen months
তৃণমূলের মিছিল। নিজস্ব চিত্র
Suvendu says understand the project of eighteen months
নিজস্ব চিত্র

মঙ্গলবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের মানিকোড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।এই নির্বাচনী জনসভা শেষে পাকুয়াহাট কলেজ থেকে এক মহা মিছিল বের হয়।

আরও পড়ুনঃ উপনির্বাচনের দলীয় প্রচারে মালদহে রবীন্দ্রনাথ

উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী,প্রার্থী অমল কিস্কু,মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা,মৌসম বেনজির নূর,মোয়াজ্জেম হোসেন,মোস্তাফিজুর সরকার,হরিহর মাহাতো সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।গোটা পাকুয়াহাট পরিক্রমা করে এই মিছিলে এসে শেষ হয় পাকুয়া হাট স্ট্যান্ডে।সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নতির খতিয়ান দেখিয়ে ভোট চান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here