বিধায়ক পদে থেকে দলের মধ্যে নিজের দাবিতে এখনও অনড় শুভেন্দু

0
186

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনের সময় বাস মালিকরা অতিরিক্ত ভাড়া বৃদ্ধির দাবি করলেও তাতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী। এই সময় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের অনুমতিক্রমে বেশ কিছু বাস রুটের জন্য অতিরিক্ত ভাড়ার অনুমোদন দিলেও তা পরে বাতিল করে দেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

তারপর থেকেই শুভেন্দু এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে অবনতি শুরু হয়। আর তার পরিণতি পৌঁছয় একুশের বিধানসভা নির্বাচনের সময় দলের দায়িত্ব বন্টনের সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর ক্ষমতা খর্ব করা।

জঙ্গলমহলের ভোটের দায়িত্বে থেকে এবং দীর্ঘদিন তৃণমূলের একনিষ্ঠ সেনাপতি হিসেবে কাজ করে এই পুরস্কার আশা করেননি শুভেন্দু অধিকারী। দলের জন্মলগ্ন থেকে লড়াই করে এসেও সদ্য জেল থেকে মুক্তি প্রাপ্ত ছত্রধর মাহাতোর গুরুত্ব আচমকাই দলে বৃদ্ধি পাওয়ায় নিজেকে দলের মধ্যেই আলাদা কক্ষে আবদ্ধ করে নেন পরিবহণমন্ত্রী।

আরও পড়ুনঃ কোন পথে শুভেন্দু! জোর জল্পনা রাজনৈতিক শিবিরে

তৃণমূলের সরাসরি নির্দেশ ছাড়াই একাধিক জায়গায় সভা-সমাবেশ করে নিজের সাংগঠনিক ক্ষমতা ফের পরিচয় দিয়েছেন তিনি। তার সঙ্গে তৃণমূল নেতৃত্ব কথা বলতে চাইলেও তার সম্পূর্ণ দাবি মানতে নারাজ শীর্ষ নেতৃত্ব।বৃহস্পতিবার সকালের বড় খবর ছিল মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার আগে বুধবার তিনি এইচআরবিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

রাজ্য সরকারের থেকে প্রাপ্ত দায়িত্ব থেকে ধীরে ধীরে ইস্তফা দিলেও এখনো পর্যন্ত বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। এখনও পর্যন্ত এই নিয়ে তিনি কিছু সিদ্ধান্ত নেননি বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ অতঃকিম! শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগ ঘিরে প্রশ্ন, শিশির দিব্যন্দুর আস্থা তৃণমূলেই

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অন্য কোনও সিদ্ধান্ত নিয়ে তবেই বিধায়ক পদ ছাড়বেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ এরপরেও দল তার গুরুত্ব বোঝে কিনা, সেটা তিনি দেখছেন। আর অন্যদিকে তিনি নিজেও জানেন বিজেপি তাকে লুফে নিতে তৈরি।

কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের মত দলে যোগ দেওয়ার পর নিজে রাজনৈতিক অবস্থান নিয়ে টানাপোড়েন না করে আগে থেকেই রাজনৈতিক জমি তৈরি করে তবেই তিনি পা ফেলতে চাইছেন। তাই এখনই দলত্যাগ করছেন না বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলের তরফে সাংসদ সৌগত রায় দু’বার তার সঙ্গে বৈঠকে বসলেও কোনও রফাসূত্র বেরোয়নি ৷ সংগঠন নিয়ে ক্ষোভ বারবার উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সংগঠন নিয়ে তাঁর কিছু দাবি ছিল, তা নিয়ে কোনও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হন তিনি। তাই পরিস্থিতি বুঝে ধীরে ধীরে ক্ষমতার রাশ আলগা করতে চাইছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here