আব্দুল মান্নানের ঘরে শুভেন্দু

0
234

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘরে হঠাৎ করেই দুপুরবেলায় এলেন শুভেন্দু অধিকারী। রাজীব বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষের ঘরে ইস্তফা দেওয়ার পরেই রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘরে এলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari | newsfront.co
কোলাজ চিত্র

আব্দুল মান্নানের ঘরে ঢুকেই তাঁকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন। কঠোরভাবে আপত্তি জানালেন ছবি তোলার সময়। তিনি জানালেন বিরোধী দলনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন তিনি।

বিরোধী দলনেতার ঘরে যখন শুভেন্দু অধিকারী, তখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বিধানসভা ছেড়েছেন রাজীব। অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে তিনিও নাকি শুভেন্দুর দেখানো পথেই হাঁটতে চলেছেন।

আরও পড়ুনঃ সকালে দিলীপের চমকের ইঙ্গিত, দুপুরে রাজীবের তৃণমূল ত্যাগ

আগামী দিন দুয়েকের মধ্যে রাজ্য রাজনীতিতে কী ঘটতে চলেছে সেই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই আব্দুল মান্নানের ঘরে শুভেন্দু। বিরোধী দলনেতার সঙ্গে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করলেন বিজেপির পোস্টার বয়।

আরও পড়ুনঃ অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ মন্তব্যে ক্ষমা চাইল বিজেপি

রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং শুভেন্দু অধিকারী দু’জনেই অবশ্য জানাচ্ছেন, বিষয়টি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফার দিন শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকে যথেষ্টই গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here