নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সোশ্যাল মিডিয়ায় ডিপি (ডিসপ্লে পিকচার) পরিবর্তনের হিড়িক, সকলের ডিপিতেই এখন দাদার মুখ। মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন আজ বহু চর্চিত তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভা আয়োজনের কথা তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার অনেক আগেই ঘোষণা করেছিলেন।
এটিও একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি হিসেবে মহিষাদল রাজবাড়ির ময়দানে এই স্মরণসভায় যোগ দেবেন তিনি। অরাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা না বললেও অন্তত কিছু ইঙ্গিত হয়তো পাওয়া যাবে এখন সেই অপেক্ষায় রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বহাল থাকছে শুভেন্দুর সরকারি নিরাপত্তা
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ডিপিতে শুভেন্দু অধিকারীর ছবি রাখার সিদ্ধান্ত অনুগামীদের। শনিবার রাত ১২টার পর থেকেই ডিপি পরিবর্তনের হিড়িক পড়ে গিয়েছে দাদার অনুগামীদের। তাঁদের বক্তব্য, নিজেদের সংহতি প্রদর্শনেই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।
রাজ্যের নানা জায়গায় ‘আমরা দাদার অনুগামী’ ক্যাপশন দিয়ে ফ্লেক্স, ব্যানার দেখা যাচ্ছে। মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম জননেতা জনসমক্ষে আসায় অনুগামীরা অনেকেই ভিড় জমাবেন এই সভায়।
আরও পড়ুনঃ অভিষেকের সভায় গরহাজির মৌসম সাবিত্রী মানব,তুঙ্গে রাজনৈতিক জল্পনা
জানা যাচ্ছে, নিজের রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট না করলেও, তাঁর অনুগামী দলীয় বিধায়ক, নেতাদের রাস্তায় নেমে লড়াইয়ের বার্তা দিয়েছেন খোদ শুভেন্দু অধিকারী নিজেই। তৈরি হচ্ছেন ‘দাদার অনুগামীরাও’।
জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় পৃথক মঞ্চ থেকে নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের সমর্থনে প্রচারের ঝড় তুলতে তৈরি অনুগামীরা। শুধু ‘দাদা’র নির্দেশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে কি প্রথম পদক্ষেপ শুভেন্দু অনুগামীদের ডিপি বদলের অভিনব উদ্যোগ?
আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা
শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকবেন কিনা তা নিয়ে এখনও চলছে জল্পনা। মেদিনীপুর ছাড়াও, বাংলার বিভিন্ন জেলাতেই, যথেষ্ট প্রতাপ শুভেন্দু অধিকারীর। বিধানসভা ভোটের আগে যদি সত্যিই তিনি দল ছাড়েন, তবে সংগঠনে যে ভালো রকম ধাক্কা লাগবে সে বিষয়ে সন্দেহ নেই কারুরই, তাই শুভেন্দুকে তৃণমূলে ধরে রাখতে মরিয়া দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই। সাংসদ সৌগত রায় জানিয়েছেন শুভেন্দুর সঙ্গে আলোচনার দরজা এখনও খোলাই রয়েছে।
অন্যদিকে এই সবকিছুর মধ্যেই অবশ্য শুভেন্দু গড় মেদিনীপুরে ৭ ডিসেম্বর সভা করবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে তৃণমূল বিধায়ক শুভেন্দু কি পদক্ষেপ নেন সেদিকেই নজর রাজ্য রাজনীতির সব মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584