গৃহীত হল না শুভেন্দুর ইস্তফাপত্র, কারণ ব্যাখ্যা করলেন স্পিকার

0
170

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শুভেন্দু তার নিয়ম মেনে ইস্তফা পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু গৃহীত হল না সেই ইস্তফা পত্র। তার কারণ ব্যাখ্যা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

suvendu adhikari | newsfront.co
ফাইল চিত্র

এদিন বিধানসভা থেকে বেরিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি জানান, বিধানসভার অধ্যক্ষের দফতরের রিসিভিং সেকশনে পদত্যাগ পত্র জমা দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি তিনি আরও জানান, ই-মেল মারফৎ স্পিকারের কাছে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ শুভেন্দুর দলত্যাগের প্রভাব মুর্শিদাবাদ জেলায় পড়বেনা বলে জানালেন রঘুনাথগঞ্জের বিধায়ক

resignation letter | newsfront.co
শুভেন্দুর পদত্যাগ পত্র। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাজ্যে অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর রাজ্যপাল

তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোনে ধরা হলে তিনি জানান, শুভেন্দুর ইস্তফা গৃহীত হয়নি। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, পদত্যাগ গ্রহণ করার এক্তিয়ার রিসিভিং সেকশন বা বিধানসভার সচিবের নেই। কেননা বিধানসভার রীতি অনুযায়ী, যদি কোনও বিধায়ক নিজের বিধায়ক পদ ছাড়তে চান, তবে নিজের হাতে লেখা পদত্যাগপত্র তাঁকে স্পিকারের হাতে তুলে দিতে হয়।

তখন স্পিকার সংশ্লিষ্ট বিধায়কের কাছে জানতে চান, তিনি কোনও চাপের মুখে পদত্যাগ করছেন নাকি স্বতঃপ্রণোদিতভাবে। এই পদ্ধতিতে পদত্যাগ প্রক্রিয়া চলে। কিন্তু এ ক্ষেত্রে সেটা করা যায়নি স্পিকারের অনুপস্থিতির কারণে। যদিও শুভেন্দু ই-মেল মারফত পদত্যাগ পাঠিয়েছেন। তা গৃহীত হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে বিধানসভার অধ্যক্ষের সামনে উপস্থিত হতে হবে।

তবে শুভেন্দু যদি সত্যিই পদত্যাগ করতে চান তাহলে এই সমস্ত প্রক্রিয়াগত কারণে কোনো সমস্যা হবে না বলে জানা গিয়েছে। তিনি তার বক্তব্য ওই চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। প্রয়োজনে স্পিকারের সামনে দাঁড়িয়ে তিনি তা ব্যাখ্যা করতে রাজি বলে জানা গিয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here