শহরে সংক্রমণের শীর্ষে ৮৫ নম্বর ওয়ার্ড! চলছে লাগাতার সকলের লালারস নমুনা সংগ্রহ

0
48

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারী শুরু হওয়ার সময় থেকেই কলকাতা পুরসভার অন্তর্গত ৮৫ নম্বর ওয়ার্ড বরাবরই করোনা সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে। এই এলাকা থেকে সংক্রমনের খবর এসেছে প্রতিদিন। ফলে প্রথম থেকেই এই ওয়ার্ড নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল কলকাতা পুরসভা।

test | newsfront.co
প্রতীকী চিত্র

এবার ৮৫ নম্বর ওয়ার্ডে লাগাতার সকলের লালা রস নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করল কলকাতা পুরসভা। উপসর্গ থাক বা না থাক, বিশেষ করে এই ওয়ার্ডে সকল মানুষকেই করতে হবে নমুনা পরীক্ষা। একটি ওয়ার্ডকে কলকাতা পুরসভার তরফে বিশেষ নজর দেওয়া উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ বিধাননগরের ‘এ’ কনটেনমেন্ট জোনের তালিকায় ১৮টি ওয়ার্ড

করোনা সংক্রমণ শহরে শুরু হওয়ার প্রথম পর্যায় থেকেই ৮৫ নম্বর ওয়ার্ড ছিল সেই সংক্রমিত তালিকার মধ্যে। একইসঙ্গে এই তালিকায় নাম ছিল ৫৮, ৭১, ৭৩, ৭৪ সহ ২৫ টি ওয়ার্ডের। অন্যান্য ওয়ার্ড গুলি পরে সংক্রমণ কমলেও কার্যত বারবার শীর্ষে উঠে এসেছে ৮৫ নম্বর ওয়ার্ড। উল্লেখ্য, এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর একসময়ের কলকাতার পুরসভার জনপ্রিয় মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার।

আরও পড়ুনঃ বহরমপুর বার অ্যাসোসিয়েশনের বিপর্যয় ত্রাণ তহবিলে সাহায্য

তাই পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই ওয়ার্ডের প্রতিটি মানুষেরই লালারসের নমুনা সংগ্রহ করা হবে। কার মধ্যে উপসর্গহীন অবস্থায় করোনা রয়েছে, আবার কার মধ্যে নেই তা টেস্ট না করে বোঝা সম্ভব নয়। কলকাতা পুরসভার এই ৮৫ নম্বর ওয়ার্ডে যেমন বস্তি রয়েছে তেমনই রয়েছে আবাসন। এদিন ওই এলাকায় গিয়ে দেখা গেল, নির্দিষ্ট দূরত্ব মেনে সামাজিক বিধি অবলম্বন করে লালারস নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দারা।

এই প্রসঙ্গে এদিন ওই এলাকার বিদায়ী কাউন্সিলর দেবাশিস কুমার বলেন, “আমরা বেশ কিছুদিন ধরেই নমুনা সংগ্রহের কাজ শুরু করেছি। প্রতিটি বস্তি ধরে ধরে সকল মানুষের নমুনা সংগ্রহ করা হবে। এই বিষয়ে যা সতর্কতা নেওয়া দরকার সব করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here