নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ফলে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সমান তালে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সোয়াব টেস্ট বা লালারসের নমুনা পরীক্ষার জন্য আরও ৯ টি মোবাইল ভ্যান বা অ্যাম্বুলেন্স পথে নামছে।

শুক্রবার এমনটা জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর ফলে সোয়াব টেস্টের পরিমাণ আরও বৃদ্ধি করা যাবে। প্রতিদিন ১৫০০-২০০০ টেস্ট করা যাবে।
আরও পড়ুনঃ সাপ্তাহিক ২ দিনের লকডাউনে কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান
তিনি আরও জানিয়েছেন যে, শুধু সোয়াব টেস্ট বৃদ্ধি করাই নয়, শহরের বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহের কেন্দ্র তৈরি করা হচ্ছে। ৪-৫টি সেন্টার বা কিয়স্ক আপাতত গড়া হবে। এটা হলে সোয়াব টেস্ট করাতে সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশাবাদী কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584