নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের এগরা শহরে স্বচ্ছতা অভিযান চালালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার এগরা শহরে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে এবং পৌর প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হল “স্বচ্ছতা অভিযান”। “পরিবেশ আমাদের সবার, একে বাঁচানোর দায়ও আমাদের সবার” – এই ভাবনাকে সামনে রেখে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য -সদস্যাবৃন্দ, প্রশাসনিক ব্যাক্তিবর্গ ও বহু সমাজ- সচেতন মানুষ স্বতস্ফুর্তভাবে সামিল হয়েছিলেন এই শহর সাফাই কর্মসূচীতে ।
এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনে সকাল ৮ টায় মেদিনীপুর কুইজ কেন্দ্রের রীতি মেনে চারাগাছে জল ঢেলে এই কর্মসূচির সূচনা করেন এগরা পৌরসভার পৌরপ্রধান শ্রী শংকর বেরা । এরপর প্রায় ষাট জনের এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী পূর্বে দীঘা মোড়, উত্তরে কলেজ মোড় ও পশ্চিম – দক্ষিণে পৌর প্রশাসনিক ভবন পর্যন্ত রাস্তার দুদিকে সাফাই অভিযান চালান। এবারের বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের বিষয়ের সঙ্গে সাজুয্য রেখে আজকের মূল লড়াই ছিল প্লাষ্টিক ও পলিথিনের বিরুদ্ধে।
কর্মসূচীর অঙ্গ হিসাবে জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারনের মধ্যে প্রচার চালানো হয় ও লিফলেট বিতরন করা হয়।থার্মকলের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার জনিত দূষণ বিষয়ে জনগণকে বিশেষ ভাবে সচেতন করা হয়। এগরা পৌর প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচীর শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পৌরপ্রধান শংকর বেরা এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সুজন বেরা ও শংকর আচার্য। এই উদ্যোগ স্থানীয় মানুষজনের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। বহু সংখ্যক সাধারণ মানুষ ও স্কুল ছাত্র এই কর্মসূচিতে যোগ দেওয়ায় আপ্লুত কুইজ কেন্দ্রের সম্পাদক ড.মৌসম মজুমদার। তিনি জানান মানুষের এই যোগদান আগামীদিনে আরও এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে তাঁদের উৎসাহিত করবে। তিনি বিশেষ ভাবে অভিনন্দন জানান কুইজ কেন্দ্রের এগরা ও কাঁথি শাখাকে। এদিন দুপুরেই কুইজ কেন্দ্রের মুকুটে আর একটি পালক যুক্ত হয়। রবিবারই কলকাতার যাদবপুরের গান্ধী ভবনে রক্তদান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আরও অনেক সংগঠনের পাশাপাশি সংবর্ধনা পেল মেদিনীপুর কুইজ কেন্দ্র। রক্তদান আন্দোলনে সক্রিয় সংগঠন হিসেবে কুইজ কেন্দ্র কে পুরস্কৃত করলো ফেডারেশন ফর ইন্ডিয়ান ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও লুসি সংস্থা। কুইজ কেন্দ্রের তরফে এই সম্মাননা গ্রহণ করলেন মৌসম মজুমদার, ভাস্করব্রত পতি, চঞ্চল মাসান্ত ও সন্তু রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584