বিপ্লবের তৃণমূলে যোগদানে ব্রত ভঙ্গ স্বপনের

0
97

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বিপ্লব মিত্র দলে না ফিরলে চুলদাড়ি কাটবেননা, এমনটাই ব্রত করেছিলেন এক বিপ্লব অনুগামী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদির ঘাট এলাকার বাসিন্দা স্বপন সূত্রধরের এমন ব্রততে দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছিল অনেকের। স্বপন দীর্ঘ ১১ মাস ২৯ দিন তার ব্রত পালনের পর, বেশ কয়েকদিন আগে বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই শুক্রবার সকালে তরুণের আহ্বান ক্লাবের সামনে আনন্দে উৎসাহিত হয়ে চুল দাড়ি কেটে ব্রত ভঙ্গ করলেন।

tmc party members | newsfront.co
নিজস্ব চিত্র

গত লোকসভা নির্বাচনের পর জেলা রাজনীতিতে শুরু হয়েছিল জোয়ার-ভাটার পালা। লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে হাতছাড়া হতেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেন বিপ্লব মিত্রকে। জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দেন অর্পিতা ঘোষকে।

আরও পড়ুনঃ পিন্ডদান নয়, রক্তদানের মাধ্যমে মৃত বাবার শেষ ইচ্ছা পূরণ ছেলের

যদিও বিপ্লবকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া মন থেকে মেনে নিতে পারেনি অনেকেই। এরপর দলের প্রতি এক প্রকার অভিমান করেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিপ্লব মিত্র। বিপ্লবের দল ছাড়া তার অনুগামীদের মধ্যে প্রভাব পড়েছিল বলে অনেকের দাবি।

swapan | newsfront.co
নিজস্ব চিত্র

বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস দলে না ফিরলে চুল দাড়ি কাটবেননা এমনটাই ব্রত করেছিলেন বিপ্লব অনুগামী স্বপন। দীর্ঘ ১১ মাস ২৯ দিন সে ব্রত পালন করে।

আরও পড়ুনঃ রায়গঞ্জে লকডাউনের মধ্যে পালিত হল কবিগুরুর প্রয়াণ দিবস

বেশ কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত ধরে বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই শুক্রবার সকালে আনন্দ উচ্ছ্বাসে গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের সামনে চুল দাড়ি কেটে ব্রত ভঙ্গ করেন স্বপন সূত্রধর।

এদিন চুল দাড়ি কেটে ব্রত ভঙ্গ করে স্বপন সূত্রধর জানিয়েছেন,তাদের রাজনৈতিক অভিভাবক বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাওয়ায় সে ব্রত করেছিলেন যে যতদিন না পর্যন্ত বিপ্লব মিত্র তৃণমূলে ফিরে আসছেন ততদিন সে চুল দাড়ি কাটবেননা।

কয়েকদিন আগে তাদের রাজনৈতিক অভিভাবক বিপ্লব মিত্র তৃণমূলে ফিরে আসায় সে চুল দাড়ি কেটে ব্রত ভঙ্গ করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here