করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনার ছোবল ছাড়ছে না সাধারণ মানুষ থেকে বহু রাজনীতিবিদকেও। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষের। বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ এম আর বাঙুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

Swapan Ghosh | newsfront.co
ফাইল চিত্র

এলাকায় ‘মন্টুদা’ বলেই তিনি পরিচিত ছিলেন। দাদা নির্মল ঘোষ ও তাঁর দুই ছেলেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এদিকে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপনবাবু। বছর তিনেক আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। মাঝে আচমকাই তাঁর শরীর অসুস্থতার কথা জানান দিচ্ছিল।

আরও পড়ুনঃ ফের করোনা আক্রান্তের ঘটনায় সি-টি ভ্যালু প্রয়োগ করতে চাইছে কলকাতা মেডিক্যাল কলেজ

তারপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তাঁকে প্রথমে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। করোনা আক্রান্ত স্বপন ঘোষের মৃত্যুতে রীতিমত শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here