মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আমাদের এই বসুন্ধরায় এমন অনেক শিল্প আছে, যা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তেমনই বাংলার এক ঐতিহ্যবাহী শিল্প হল ‘পট’। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের পটশিল্পের কথা বর্তমান সময়ে ক’জনই বা জানে? তাই বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে এবার ‘চিত্রকল্প’ নিয়ে হাজির হলেন পরিচালক স্বর্ণালী গোস্বামী। ‘চিত্রকল্প’ হল স্বর্ণালী গোস্বামী পরিচালিত একটি তথ্যচিত্র। যা ‘অনলাইন ইন্ডিক ফিল্ম উৎসব’-এ ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুনঃ চলতি সপ্তাহে মনসার চক্রান্তের কবলে সন্তোষী
তথ্যচিত্র চিত্রকল্পে পটশিল্পের একমাত্র গ্রাম ‘নয়া’-কে তুলে ধরা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের এই গ্রামে এই শিল্পকে ঘিরে গুটিকতক শিল্পীর বসবাস। পটশিল্পের নানা কথা জানতে ছোট্ট এই গ্রামে পৌঁছে যান দেশের তথা বিশ্বের শিল্পপ্রেমী মানুষ। সেখানে রয়েছে পটচিত্রের একটি গোটা মিউজিয়াম।
গ্রামের প্রতিটা বাড়ির দেওয়ালে আঁকা রয়েছে পটচিত্র। বংশ পরম্পরায় এই শিল্পের ধারক ও বাহক পরিবারগুলি। বিভিন্ন সামাজিক, পৌরাণিক, ধর্মীয় বিষয় তাদের শিল্প নৈপুণ্যে প্রাণ পায় পটচিত্রের মাধ্যমে। প্রাকৃতিক রঙ ব্যবহার করে আঁকা হয় পটচিত্র।
সেই ছবির আদলে গান বেঁধে তা গেয়ে পটুয়ারা গ্রামের মানুষকে সচেতন করেন বিনোদনের মাধ্যমে। তবে বর্তমানে পটচিত্রের রূপ বদলেছে। শুধুই পটে সীমাবদ্ধ নেই এই শিল্প। বিভিন্ন রকম পোশাক, ঘর সাজানোর জিনিস, গয়না প্রভৃতির মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে পটচিত্র।
আরও পড়ুনঃ ফিরছে ‘বেনেবউ’
সেই প্রাচীনকাল থেকে বর্তমানের একবিংশ শতাব্দীতেও নিজের শিল্পবৈশিষ্টে বলীয়ান হয়ে রয়েছে পটচিত্র। চিত্রকল্পে মূলত সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।
গত ১২-১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘অনলাইন ইন্ডিক ফিল্ম উৎসব’। এই উৎসবের মূল লক্ষ্য ছিল ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে উপস্থাপিত করা। ১৮টি ভাষার মোট ৮০টি ছবি দেখানো হয়েছে এই উৎসবে। দেখানো হয়েছে বিভিন্ন বিভাগের তথা বিভিন্ন জঁরের ছবি। তারই মধ্যে ‘চিত্রকল্প’ অন্যতম।
আরও পড়ুনঃ টেলিপর্দায় ‘সরস্বতীর প্রেম’, নতুন ভূমিকায় পল্লবী দে
এই অনুষ্ঠানে তথ্যচিত্র বিভাগে প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে দ্য কনভেয়র প্রযোজিত এবং স্বর্ণালী গোস্বামী পরিচালিত ছবি ‘চিত্রকল্প’। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পকলা ‘পটচিত্র’ নিয়ে কথা বলে এই ছবি। ছবিটি ইতিমধ্যেই ১৩টি চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে, দেখানো হয়েছে দেশের তথা রাজ্যের বিভিন্ন জায়গায়। দেখানো হয়েছে ‘লিফট অফ সেশনে’র অনলাইন প্ল্যাটফর্মেও। একটি ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারির পুরস্কারও জিতে নিয়েছে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584