নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ভোটের আগে স্বাস্থ্য সাথীর কার্ডের কার্যকারিতা নিয়ে গোটা রাজ্য জুড়ে যখন রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে ঠিক সেই সময় একাধিক স্বাস্থ্য সাথীর ফর্ম পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে ড্রেনের মধ্যে থেকে।
ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড় এলাকায়।শনিবার স্থানীয় মানুষজন হলদিয়া- মেচেদা রাজ্য সড়কের মহিষাদলের সিনেমা মোড় এলাকায় ড্রেনের মধ্যে ২০- ৩০টি স্বাস্থ্য সাথীর ফর্ম পড়ে থাকতে দেখেন।
এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ফর্ম গুলি রামনগর- ১ ব্লকের। ২০১৯ সালে এই সমস্ত ফর্মগুলি জমা পড়েছিল। যাদের প্রত্যেকেই স্বাস্থ্য সাথীর আওতাধীন।
আরও পড়ুনঃ শামুকতলায় দমকলকেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ
শাসক দলের নেতাদের দাবি বর্তমান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা কেউ চক্রান্ত করে ঘটিয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584