হ্যাটট্রিক!

0
255

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-এ হ্যাটট্রিক হাঁকালেন স্বস্তিকা দত্ত মানে দর্শকের প্রিয় রাধিকা৷ নায়িকা পেলেন প্রিয় বৌ, জি বাংলা ২০২১ ফেসবুকের জনপ্রিয় মুখ এবং সেরা জুটি কর্ণ-রাধিকার পুরস্কার।

ki kore bolbo tomay | newsfront.co

পুরস্কার জয়ী রাধু রানি এরপর নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখেন—“আমার দর্শকেরা আমাকে বড্ড মাথায় তুলে রেখেছেন, ভালোবাসায় এবং আশীর্বাদে।”…ইউনিটের সকলকে, চ্যানেলকে, দর্শককে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।ওদিকে ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমো বলছে গল্প এক লাফে এগিয়ে যাচ্ছে পাঁচ বছর৷ রাধিকা এখন মা। কর্ণর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার। সম্প্রতি পাহাড় থেকে টিম ফিরেছে শুটিং সেরে।

swastika | newsfront.co

দর্শক জানে কর্ণিকা অর্থাৎ রাধিকা-কর্ণর প্রথম দেখা লামাহাটা পাহাড়ে। অনেক ঝড় ঝাপ্টা পেরিয়ে বিয়ে হয় দুজনের। কর্ণ আজ বেজায় ব্যস্ত। রাধিকা কিংবা নিজের পরিবারের অন্য সদস্যদের জন্য তার পক্ষে সময় বের করা কঠিন। রাধিকাকে সেন ক্রিয়েশন্স-এর এক ইনভেস্টর কুপ্রস্তাব দেয়৷ তাতে রাধিকা রাজি না হওয়ায় চুক্তি বাতিল করে ইনভেস্টর মিঃ পাল। রাধিকাকে ভুল বোঝে কর্ণ।

radhika | newsfront.co

এরপর কী হয় তা দর্শক দেখবেন আগামী কয়েকটি পর্বে। তবে প্রোমো অনুযায়ী রাধিকা-কর্ণ আর একসঙ্গে থাকে না৷ ফের দেখা সেই পাহাড়েই। তা হলে কি ওখানেই ফের সেতু বন্ধন হবে দুজনের সম্পর্কের? কী হবে আর কী হবে না তা সময় বলবে৷ বলা বাহুল্য, দর্শক খানিকটা ভয় পেয়েছিল তাদের প্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’ শেষ হয়ে যাচ্ছে কিনা। কেননা কানাঘুষো একটা চলছিল কদিন যাবত।

আরও পড়ুনঃ অসম্পূর্ণ ভালোবাসার কথা বলে ‘গল্পের মায়াজাল’, হাজির ট্রেলার

কর্ণিকানুরাগীদের উদ্দেশ্যে বলা যায়, খুব শিগগিরই তার সম্ভাবনা নেই। আরও কিছুদিন দেখা হবে তাদের কর্ণিকার সঙ্গে।’কি করে বলব তোমায়’ দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ১০ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here