যৌনতাতেই বাঁচে যৌনকর্মীরা? বাতি প্রজ্জ্বলন কর্মসূচি ঘিরে প্রশ্ন স্বস্তিকার

0
115

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা গিলেছে গোটা দেশকে। ভারতেও থাবা বসিয়েছে করোনা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। তাই করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১দিনের লকডাউন। এরই মধ্যে দেশবাসীর মনোবল বৃদ্ধি করতে রবিবার দেশ জুড়ে বাতি জ্বালানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Swastika Mukherjee | newsfront.co
ফাইল চিত্র

ওই দিন রাত ৯ টায় বাড়ির আলো নিভিয়ে বারান্দায় বা ছাদে ৯ মিনিট মোমবাতি, টর্চ বা প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন তিনি। এগুলো যদি কারোর হাতের কাছে নাও থাকে তবে ঘরের সব আলো নিভিয়ে অন্তত মোবাইলের আলোও যেন জ্বালানো হয়, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদীর এহেন কর্মসূচীর বিরুদ্ধে সরব হয়েছে অনেকেই। ক্ষুব্ধ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সম্প্রতি এই বিষয়ে টুইটারে প্রশ্ন তোলেন স্বস্তিকা। টুইটারে তিনি বলেন, “এই অন্ধকার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ  হওয়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী।খাবার, জল এবং অর্থ না পেয়ে বেঁচে থাকাটাই যে সব মানুষের প্রশ্নের মুখে, তাঁদের কাছ থেকে পারস্পরিক অন্তরঙ্গতা দেখিয়ে বাতি জ্বালানোর আশা করছি আমরা?” তিনি আরও বলেন যে, ২১ দিনের এই লকডাউনে অর্থকষ্টের মধ্যে পড়েছেন যৌনকর্মীরা। তাঁদের রোজগার বন্ধ। বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউই।

আরও পড়ুনঃ নিয়ম ভেঙে মন্ত্রীত্বের দাপট দেখিয়ে ‘জবাব পেতে হবে’ বলে হুঁশিয়ারি দেবশ্রীর

সন্তানদের নিয়ে ওরা এখন থাকে একটা বেঞ্চে। যৌনকর্মীদের এই চিত্রও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, “ওহ! যৌনকর্মীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন শুধু যৌনতারই, মাই ব্যাড!” এর পাশাপাশি আরেকটি টুইট করে তিনি এও বলেন, “আমার বাড়িতে মোমবাতি নেই।

আমি নিশ্চিত আমার মতো অনেকেই রয়েছেন যাঁদের বাড়িতে এই মুহূর্তে কোনও মোমবাতি নেই। তাহলে আর কী? যাই সবাই মিলে মোমবাতি শপিং করি।” শুধুমাত্র স্বস্তিকাই নন, দেশের এই সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদীর বাতি জ্বালানোর এই কর্মসূচীতে ক্ষুব্ধ অপর্ণা সেন, তাপসী পান্নু সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here