স্কুলহীন বস্তিতে শিক্ষা শিবিরের আয়োজন লেখিকা স্বাতীলগ্নার

0
147

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

কোনও জাতির ভবিষ্যৎ আলোকিত করতে শিক্ষার প্রয়োজন। আবার কোনও জাতির ভবিষ্যৎ অস্তমিত করতে হলে সবার আগে তাই শিক্ষা ব্যবস্থাতেই আঘাত হানতে হয়। বর্তমানে স্কুল খোলা বাদ দিয়ে সব কিছুই চলছে আপন ছন্দে। ঘুরতে যাওয়া, পঞ্চাশজন নিয়ে বিয়ে। কিন্তু করোনা আবহে স্কুল দীর্ঘদিন বন্ধ।

Schooling
ছবি: সংগৃহীত

এহেন এক পরিস্থিতিতে স্বাতী ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু করল সমাজে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের লেখাপড়া করানোর কাজ। মাস্ক পরা সহ অন্যান্য কোভিড বিধি মেনে শুরু হল ক্লাস, তিরিশ জন পড়ুয়াকে নিয়ে। এরা সবাই কমিউনিটি কিচেনের অধীনে নিয়মিত খাওয়া দাওয়া করে। এদের বয়স ৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে। সপ্তাহে ছয় দিন ক্লাস হয়। সকাল ১০ টা থেকে ১২.৩০টা। দুপুর ১ টায় সবাইকে কমিউনিটি কিচেনের অধীনে খাওয়ানো হয়। এদের মায়েরা বর্তমানে বেকার বলে শুধু বাচ্চারা নয় মায়েরাও খান।

Teaching
ছবি: সংগৃহীত

সমস্ত কোভিড প্রোটোকল মেনেই চলে ক্লাস। হ্যাঁ, এদের পরিবার আছে, তবে তাতে অধিকাংশরই বাবা নেই। বাচ্চারা মায়ের সঙ্গে থাকে৷ এসডাব্লুএফ শিক্ষা শিবির পানিহাটির অস্থায়ী বস্তি এলাকায় কাজ শুরু করল। এই সমগ্র কাজের নেপথ্যে লেখিকা স্বাতীলগ্না বোল।

আরও পড়ুনঃ এবার ঘরে বসেই দেখতে পাবেন সত্যজিতের খেরোর খাতা

Food distribution
ছবি: সংগৃহীত

ইঁটভাটাতেও একইভাবে পড়ানো শুরু করার ইচ্ছে আছে স্বাতীলগ্নার। বাকি বস্তিগুলোর জন্যও কথা চলছে।
স্বাতীলগ্না জানিয়েছেন- “সামনেই থার্ড ওয়েভ। শোনা যাচ্ছে বাচ্চারাই বেশি আক্রান্ত হবে। অর্থাৎ স্কুল খোলার চান্স আরও কমে এল। এহেন অবস্থায় আমরা কী করতে পারি? অল্পসংখ্যক বাচ্চা নিয়ে কোচিং করাতেই পারি। আমরা সবাই জানি বাচ্চাদের জোর না থাকলে পড়ে না। কিন্তু আমরা তো ওদের পড়াতেই পারি। তাই শুরু হল স্বাতী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা শিবির বা এডুকেশন হাব।”

আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদান করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এই উদ্যোগের জন্য অর্থ সাহায্য আসে ‘ভবঘুরে কলমে’ স্বাতী বোল ফেসবুক পেজ, সংস্থার ইউটিউব চ্যানেল আর স্বাতীর ইনস্টাগ্রাম থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here