শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনের মধ্যে ছুটি না নিয়ে কাজ করে চলেছেন হাসপাতালের সাফাইকর্মী, গ্রুপ ডি স্টাফরা। কিন্তু তা সত্ত্বেও তাদের কথা মনে রাখেনি রাজ্য সরকার। তাই বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ প্রায় ৪০০ ঠিকাকর্মী ঘেরাও করলেন কলকাতা মেডিক্যাল কলেজের সুপারকে। তাদের দাবি ছিল, ১০ লক্ষ টাকার বিমা প্রকল্পের আওতায় তাঁদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি, পর্যাপ্ত খাদ্য এবং সামাজিক নিরাপত্তাও দিতে হবে।

ওই শ্রমিকদের কথায়, এই করোনা মহামারী যুদ্ধে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের যতটা অবদান রয়েছে, ততটাই অবদান রয়েছে সাফাইকর্মী থেকে চতুর্থ শ্রেণির কর্মীদেরও। লকডাউনের কারণে তাঁরাও দিনের পর দিন বাড়ি ফিরতে পারছেন না। এই দুর্দিনে তাঁদের অবদানের কথা কি করে ভুলে গেল প্রশাসন?
আরও পড়ুনঃ কুকুরের মাংস বিক্রির অভিযোগে নেতাজিনগরে গ্রেফতার ব্যবসায়ী
এদিন বিক্ষোভে সামিল হওয়া ওই কর্মীরা দাবি তুলেছেন যে, রাজ্য সরকার ১০ লক্ষ টাকার করোনা বিমা নিয়ে যে ঘোষণা করেছে তার সুবিধা তাঁদেরও দিতে হবে। সেই সঙ্গে এই লকডাউনের মধ্যেই যারা কাজ করছেন, তাদের বেতন বাড়াতে হবে। সেই সঙ্গে তাঁদের থাকার ব্যবস্থাও করতে হবে। হাসপাতালে কাজ করেন বলে তাদেরও এলাকায় সংক্রমণের ভয়ে ঢুকতে দিচ্ছে না সাধারণ মানুষ। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। কোভিড পরিস্থিতিতে একই কাজ করা সত্ত্বেও কেন অন্য ফ্রন্টলাইন ওয়ার্কারদের সঙ্গে ফারাক করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তাঁরা।
বিক্ষোভের জেরে হাসপাতালের সুপার আশ্বাস দিয়েছেন, যে তাঁরা বাড়ি ফিরতে পারবেন। পুলিশ দিয়ে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বিমা, থাকার ব্যবস্থা, করোনা ওয়ার্ডে ডিউটি করলে বাড়তি মাইনে এগুলো রাজ্য সরকার বিবেচনার বিষয়। তাই এগুলি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে এ নিয়ে হাসপাতালের তরফে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। এর পরেই বিকেলে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584